‎জকসুতে সম্পাদকীয় পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন শিবিরের ইব্রাহীম খলিল

১০ জানুয়ারি ২০২৬, ১১:৫৯ AM
ইব্রাহীম খলিল

ইব্রাহীম খলিল © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সম্পাদকীয় শিক্ষা ও গবেষণা পদে সর্বোচ্চ ভোট পেয়ে জয়ী হয়েছেন শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থী ইব্রাহীম খলিল। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং শাখা শিবিরের অফিস সেক্রেটারি।

‎বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত জকসু নির্বাচনের ফলাফলের প্রজ্ঞাপন অনুযায়ী, ইব্রাহীম খলিল সম্পাদকীয় পদগুলোর মধ্যে সর্বোচ্চ ৫ হাজার ৫২৪ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেলের নুসরাত চৌধুরী জাফরিন পেয়েছেন ২ হাজার ৭১৬ ভোট।

‎মোট ২১টি পদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন ভিপি পদে শিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম। তিনি ৫ হাজার ৫৫৮ ভোট পেয়ে জয়ী হন। ভোটের হিসাবে দ্বিতীয় অবস্থানে রয়েছেন ইব্রাহীম খলিল।

‎জয়ের প্রতিক্রিয়ায় ইব্রাহীম খলিল বলেন, ‘ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সততা ও ইনসাফের সঙ্গে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করাই আমাদের লক্ষ্য। শিক্ষার্থীদের কল্যাণ ও বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে কাজ করতে আমরা বদ্ধপরিকর। সবার দোয়া ও পরামর্শই আমাদের পথচলার শক্তি। আল্লাহ যেন আমাদের ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালনের তৌফিক দান করেন।’

‎প্রসঙ্গত, জকসু নির্বাচনে ২১টি পদের মধ্যে ভিপি, জিএস ও এজিএসসহ মোট ১৬টি পদে জয় পেয়েছে ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল। অপরদিকে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ প্যানেল চারটি পদে এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছেন।

ইসির অনলাইন কার্ড আবেদনে কয়েক হাজার সাংবাদিকের তথ্য ফাঁস 
  • ৩১ জানুয়ারি ২০২৬
মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে নানা বিধিনিষেধ
  • ৩১ জানুয়ারি ২০২৬
ত্বক গ্লো করতে জাদুকরি মাধ্যম ‘স্কোয়ালেন’, ​ব্যবহার করবেন ক…
  • ৩১ জানুয়ারি ২০২৬
এবার সেনাবাহিনী-পুলিশ-র‍্যাবকে নিয়ে পোস্ট জামায়াত আমিরের
  • ৩১ জানুয়ারি ২০২৬
ক্যাশিয়ার নিয়োগ দেবে মীনা বাজার, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ৩১ জানুয়ারি ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা, জরিমানা দেড় লাখ টাকা
  • ৩১ জানুয়ারি ২০২৬