শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘সাস্ট রিসার্চ সোসাইটির’ উদ্যােগে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। আয়োজিত এ কর্মশালার শিরোনাম ‘রিসার্চ ওয়ার্কশপ: দ্য পাথ টু অ্যাকাডেমিক এক্সিলেন্স’। এতে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করবেন। কর্মশালায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাস।
প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে। এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির উপাচার্য ড. এএম সরওয়ারউদ্দীন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ ড. মো. ইসমাইল হোসেন ও সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ।
কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির স্বনামধন্য গবেষক এবং ন্যানো-ম্যাটেরিয়ালস ও এনার্জি টেকনোলজি বিষয়ক গবেষণা কেন্দ্রের প্রধান অধ্যাপক ড. সাইদুর রহমান। একই সঙ্গে তিনি যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবেও যুক্ত আছেন। গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৪–২০১৬ সালে থমসন রয়টার্স কর্তৃক বিশ্বের শীর্ষ ১ শতাংশ সর্বাধিক উদ্ধৃত গবেষকের তালিকায় অন্তর্ভুক্ত হন। তাঁর এইচ-ইনডেক্স ১৪৫-এর বেশি, প্রকাশনা সংখ্যা ৮০০-এর অধিক এবং মোট উদ্ধৃতি ৮৫ হাজারেরও বেশি।
কর্মশালায় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃত জার্নালে ৫৯টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। রাউটলেজ, সেজ, উইলি-ব্ল্যাকওয়েল, স্প্রিংগার, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ও প্রিমরোজ হল (অস্ট্রেলিয়া)-এর মতো খ্যাতনামা একাডেমিক প্রকাশকের সঙ্গে অবদান রেখেছেন তিনি।
সেমিনারে গবেষণা নৈতিকতা ও সততা, উচ্চমানের (Q1/Q2) জার্নালে প্রকাশনার কৌশল, গবেষণাপত্রের আদর্শ কাঠামো, উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং Zotero-এর মতো রেফারেন্স ম্যানেজমেন্ট টুল ব্যবহারের ওপর বিস্তারিত আলোচনা করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের জন্য সার্টিফিকেট, কিটস ও রিফ্রেশমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। দেশের তরুণ গবেষকদের গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়ন ও একাডেমিক উৎকর্ষ অর্জনে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।