সহস্রাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে শাবিপ্রবিতে গবেষণা কর্মশালা কাল

০৬ জানুয়ারি ২০২৬, ০৮:৩৮ PM
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘সাস্ট রিসার্চ সোসাইটির’ উদ্যােগে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। আয়োজিত এ কর্মশালার শিরোনাম ‘রিসার্চ ওয়ার্কশপ: দ্য পাথ টু অ্যাকাডেমিক এক্সিলেন্স’। এতে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় সহস্রাধিক শিক্ষার্থী ও শিক্ষক অংশগ্রহণ করবেন। কর্মশালায় মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দেশের অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল দ্য ডেইলি ক্যাম্পাস।

প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে। এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির উপাচার্য ড. এএম সরওয়ারউদ্দীন চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ ড. মো. ইসমাইল হোসেন ও  সাস্ট রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ। 

কর্মশালায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির স্বনামধন্য গবেষক এবং ন্যানো-ম্যাটেরিয়ালস ও এনার্জি টেকনোলজি বিষয়ক গবেষণা কেন্দ্রের প্রধান  অধ্যাপক ড. সাইদুর রহমান। একই সঙ্গে তিনি যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবেও যুক্ত আছেন। গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৪–২০১৬ সালে থমসন রয়টার্স কর্তৃক বিশ্বের শীর্ষ ১ শতাংশ সর্বাধিক উদ্ধৃত গবেষকের তালিকায় অন্তর্ভুক্ত হন। তাঁর এইচ-ইনডেক্স ১৪৫-এর বেশি, প্রকাশনা সংখ্যা ৮০০-এর অধিক এবং মোট উদ্ধৃতি ৮৫ হাজারেরও বেশি। 

কর্মশালায় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তুলসী কুমার দাস। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন স্বীকৃত জার্নালে ৫৯টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। রাউটলেজ, সেজ, উইলি-ব্ল্যাকওয়েল, স্প্রিংগার, অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস ও প্রিমরোজ হল (অস্ট্রেলিয়া)-এর মতো খ্যাতনামা একাডেমিক প্রকাশকের সঙ্গে অবদান রেখেছেন তিনি। 

সেমিনারে গবেষণা নৈতিকতা ও সততা, উচ্চমানের (Q1/Q2) জার্নালে প্রকাশনার কৌশল, গবেষণাপত্রের আদর্শ কাঠামো, উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা এবং Zotero-এর মতো রেফারেন্স ম্যানেজমেন্ট টুল ব্যবহারের ওপর বিস্তারিত আলোচনা করা হবে বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

আয়োজকরা জানান, অংশগ্রহণকারীদের জন্য সার্টিফিকেট, কিটস ও রিফ্রেশমেন্টের ব্যবস্থা রাখা হয়েছে। দেশের তরুণ গবেষকদের গবেষণাভিত্তিক দক্ষতা উন্নয়ন ও একাডেমিক উৎকর্ষ অর্জনে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

শাকসু নির্বাচন: প্রচারণায় মুখর শাবিপ্রবি ক্যাম্পাস
  • ১২ জানুয়ারি ২০২৬
ঢাকায় শুরু হচ্ছে দক্ষিণ এশীয় উচ্চশিক্ষা সম্মেলন
  • ১২ জানুয়ারি ২০২৬
তুমি স্টাফ বাসে আর আসবা না, লোকাল বাসে ভাড়া দিয়ে আসবা
  • ১২ জানুয়ারি ২০২৬
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিলের দাবিতে গাইবান্ধায় ম…
  • ১২ জানুয়ারি ২০২৬
সড়ক থেকে উদ্ধার হওয়া শিশু আয়েশা দাদির জিম্মায়
  • ১২ জানুয়ারি ২০২৬
ইউএস-বাংলা এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9