জরুরি মুহূর্তে স্বাস্থ্যসেবা দিতে শাবিপ্রবি ছাত্রদলের ‘আপন অ্যাপ’ চালু 

১৪ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ PM
ছাত্রদলের লোগো ও আপন অ্যাপ

ছাত্রদলের লোগো ও আপন অ্যাপ © সংগৃহীত

জরুরি মুহূর্তে স্বাস্থ্যসেবা দিয়ে মানুষের পাশে দাঁড়াতে ‘আপন অ্যাপ’ পরিষেবা চালু করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার (১৪ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শাবিপ্রবি শাখা ছাত্রদল সভাপতি রাহাত জামান। 

বিশেষভাবে তৈরি এই অ্যাপের মাধ্যমে সহযেই রক্ত দাতার খোঁজ, ডাক্তারের চ্যাম্বার ও নিকটস্থ অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে বলে জানান রাহাত জামান। তিনি জানান, ডোনারদের উৎসাহিত করতে অ্যাপে আছে বিশেষ গ্যামিফিকেশন ব্যাজ! এ ছাড়া বিশেষজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট ফি ও রেটিং দেখে সহজেই খুঁজে বের করতে পারবেন রোগীরা।

অ্যাপ থেকে সেবা পাবার জন্য রেজিস্টার্ড ইউজার হিসেবে রক্তদাতা নিজের নাম, নিকটস্থ ভালো ডাক্তারদের চেম্বারের তথ্য ম্যাপে যোগ করতে পারবেন। পাশাপাশি এলাকার অ্যাম্বুলেন্স পরিষেবাগুলির যোগাযোগের বিবরণ ও ভাড়া তালিকাভুক্ত করা যাবে বলোও জানানো হয়।

এ বিষয়ে রাহাত জামান বলেন, ‘জরুরি অবস্থায় এক মিনিটের অপেক্ষা মানে জীবনের ঝুঁকি। সেই কঠিন সময়ে রোগীর পাশে থাকার জন্য আমরা নিয়ে এসেছি একটি ম্যাপভিত্তিক স্বাস্থ্য পরিষেবা অ্যাপ। রোগীরদের জন্য এটি হবে একটি ভালো প্ল্যাটফর্ম। আশা করি মানুষ এই প্লাটফর্ম থেকে সুবিধা পাবে।’

সাজেশনের নামে ভাইবার আগে টাকা আদায়ের অভিযোগ
  • ৩০ জানুয়ারি ২০২৬
এনসিপির ইশতেহারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য য…
  • ৩০ জানুয়ারি ২০২৬
শীত নিয়ে যে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
  • ৩০ জানুয়ারি ২০২৬
রুয়েটে আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন 
  • ৩০ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস-জিআরই পরীক্ষায় অংশগ্রহণে সহজ শর্তে ঋণ দিতে চায় এন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ৩০ জানুয়ারি ২০২৬