গোবিপ্রবিসাসের নতুন সভাপতি রাসেল, সম্পাদক নাঈম

২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৭ PM
গোবিপ্রবিসাসের শেখ রাসেল ও  মো. নাঈম আশরাফ খান

গোবিপ্রবিসাসের শেখ রাসেল ও মো. নাঈম আশরাফ খান © সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গোবিপ্রবিসাস) কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬ এর নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশের খবরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শেখ রাসেল ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. নাঈম আশরাফ খান।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) গোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে দুপুর ১২টায় নির্বাচন শুরু হয়ে বেলা ১টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আইন বিভাগের সহযোগী অধ্যাপক মানসুরা খানম। এ ছাড়াও পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মজনুর রশিদ, গণিত বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, গোবিপ্রবিসাসের সাবেক সভাপতি শাহ মো. জহরুল ইসলাম এবং গোবিপ্রবিসাসের সাবেক সাধারণ সম্পাদক মো. রিশাদ হোসেন।

নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি বাংলা এফএম প্রতিনিধি অপূর্ব আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক-১ সংবাদ বুলেটিন প্রতিনিধি মো. ফরহাদ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক-২ সারাবাংলাডটনেট প্রতিনিধি মো. ইশতিয়াক আহম্মদ আসিফ, সাংগঠনিক সম্পাদক ঢাকা মেইল প্রতিনিধি তরিকুল ইসলাম, অর্থ সম্পাদক দৈনিক আজকের বাংলা প্রতিনিধি মো. সাইমুম সিজান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আজকের সারাদেশ প্রতিনিধি শাকিল আহমেদ, দপ্তর সম্পাদক দৈনিক কালবেলা প্রতিনিধি মাহমুদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য-১ বি বার্তা প্রতিনিধি অর্পিতা দাস এবং কার্যনির্বাহী সদস্য-২ দৈনিক শেয়ারবিজ প্রতিনিধি আবদুল্লাহ আর রাফি।

নবনির্বাচিত সভাপতি শেখ রাসেল বলেন, ‘সাংবাদিক সমিতি প্রতিষ্ঠাকালীন সময় থেকেই নিরপেক্ষ অবস্থান থেকে বিশ্ববিদ্যালয়ের স্বার্থে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখব এবং সাংবাদিক সমিতিকে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করব। একই সঙ্গে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে এবং শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে গোবিপ্রবি সাংবাদিক সমিতি।’

সাধারণ সম্পাদক মো. নাঈম আশরাফ খান বলেন, ‘সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়ায় আমি আনন্দিত। আমার লক্ষ্য, সমিতিকে আরও কার্যকর, সৃজনশীল ও শক্তিশালী করে তোলা। আমি আশাবাদী, একসাথে কাজ করে আমরা সাংবাদিকতার মান উন্নয়নে এবং সদস্যদের কল্যাণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করতে পারব এবং বিশ্ববিদ্যালয়কে বিশ্বের দরবারে তুলে ধরতে পারব।’

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় গোবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১টা ৩০ মিনিটে প্রধান নির্বাচন কমিশনার মানসুরা খানম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

তিতাসের পাড়ে একদিন, জীবন ও নদীর মেলবন্ধন
  • ১৫ জানুয়ারি ২০২৬
আদালতে মিথ্যা মামলা দায়ের করতে এসে বাদী নিজেই কারাগারে
  • ১৫ জানুয়ারি ২০২৬
স্ত্রী তাসনিম জারা ও নিজেকে নিয়ে ছড়ানো লেখা ‘বিভ্রান্তিকর’ …
  • ১৫ জানুয়ারি ২০২৬
ব্যাডমিন্টন খেলা শেষে বাড়ি ফেরা হলো না দুই বন্ধুর 
  • ১৫ জানুয়ারি ২০২৬
‎খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে শোক বই
  • ১৫ জানুয়ারি ২০২৬
মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম শান্তকে তারেক রহমানের উপহার
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9