শাবিপ্রবিতে ভোক্তা অধিকার বাস্তবতা ও চ্যালেঞ্জ-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়
বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়  © টিডিসি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশে ভোক্তা অধিকার: বাস্তবতা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে ও শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। 

এ ছাড়া জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ ও তদন্ত বিভাগের পরিচালক (উপসচিব) মোহাম্মদ আজিজুল ইসলাম সঞ্চালনায় মুখ্য আলোচক হিসেবে শাবিপ্রবির অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম ও আলোচক হিসেবে সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) মোহাম্মদ আলীম আখতার খান এবং সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহ. মিজানুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ বলেন, ‘আমরা সবাই কোন না কোনভাবে ভোক্তা। একজন ভোক্তা হিসেবে ভোক্তা অধিকার সম্পর্কিত মৌলিক অধিকারগুলো সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোক্তার অধিকার রক্ষায় অধিদপ্তরের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক। এক সময় দেশের প্রতিটি মানুষ তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে এবং তা কার্যকরভাবে প্রতিষ্ঠিত হবে।’

প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত উপাচার্য বলেন, ‘এ ধরনের সেমিনারের আয়োজন ভোক্তা অধিকারের সমস্যা সম্পর্কে সচেতন হওয়ার সুযোগ করে দেয় এবং প্রয়োজনীয় সমাধানের পথ উন্মোচিত করে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগ এবং সময়োপযোগী সংশোধন এখন সময়ের দাবি। এ ছাড়া আমাদের আরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা পরিশ্রম করি, উপার্জন করি যাতে সুস্থভাবে বাঁচতে পারি। ভালো খাবার খেতে পারি। কিন্তু দুঃখজনক হলেও সত্য বর্তমানে নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার পাওয়াও যেন এক ধরনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। হোটেল ও রেস্তোরাঁগুলোতে নিয়মিত অভিযান চালানো হয়, জরিমানাও করা হয়। কিন্তু বাস্তবে তার সুফল আমরা খুব কমই দেখতে পাই।’

‘বাংলাদেশ ভোক্তা অধিকার: বাস্তবতা, চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আলীম আখতার খান। প্রবন্ধ উপস্থাপনকালে তিনি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী শাবিপ্রবি শিক্ষার্থীদের মধ্যে ভোক্তা অধিকার সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান করেন। 

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের বিভিন্ন বিভাগের প্রায় ৩০০ শিক্ষার্থী রেজিস্ট্রেশনের মাধ্যমে অংশ নেন। মুক্ত আলোচনা পর্বে শিক্ষার্থীরা বাস্তবভিত্তিক বিভিন্ন সমস্যা তুলে ধরেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence