স্নাতকে মাসে পাঁচ হাজার টাকা বৃত্তি পাবে যবিপ্রবির সিএসই বিভাগের শিক্ষার্থীরা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)  © ফাইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের স্নাতক পর্যায়ের সকল শিক্ষার্থীরা প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি পেতে যাচ্ছেন। চলতি বছরের জুলাই মাস থেকে এ শিক্ষাবৃত্তি কার্যকর হবে।

সোমবার (১৯ মে) আইসিএসইটিইপি কর্তৃক আয়োজিত সেমিনারে এ মন্তব্য করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। জানা গেছে, শিক্ষাবৃত্তি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার এর অর্থায়নে প্রদান করা হবে, যা শিক্ষার্থীদের শিক্ষা-সহযোগিতা ও সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবে। 

আরও পড়ুন: নারীকে লাথি মারা সেই আকাশ জামায়াতের কর্মী, বহিষ্কার

চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব খন্দকার বলেন, বিশ্ববিদ্যালয় ও সিএসই বিভাগের শিক্ষকদের ধন্যবাদ জানাতে চাই শিক্ষার্থীদের জন্য এরকম একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করার জন্য। নিঃসন্দেহে এটি প্রশংসনীয় এবং শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত  কারণ যে-সকল শিক্ষার্থীর আর্থিক সমস্যা রয়েছে সেটি কিছুটা হলেও অবসান হবে। ফলে শিক্ষার্থীরা অ্যাকাডেমিক ও প্রোগ্রামিং দক্ষতার প্রতি আরও বেশি মনোযোগী হতে পারবে। এতে বর্তমানে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিংয়ে যে অবস্থান রয়েছে সেটি ক্রমশ আরও বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা করছি।

এ বিষয়ে সিএসই বিভাগের চেয়ারম্যান ড. মো. কামরুল ইসলাম বলেন, বাংলাদেশের মোট তিনটি বিশ্ববিদ্যালয় এডিবি ও বাংলাদেশ সরকার এর অর্থায়নে এই শিক্ষাবৃত্তি পেতে যাচ্ছে যার মধ্যে যবিপ্রবি অন্যতম। চলতি বছরের জুলাই মাস থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের নিয়মিত শিক্ষার্থীদের তাদের শিক্ষা ও গবেষণা উন্নয়নের জন্য মাসিক পাঁচ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি দেয়া হবে। এই শিক্ষাবৃত্তির মেয়াদকাল আপাতত ২০২৮ সাল পর্যন্ত নির্ধারিত হয়েছে। পরবর্তীতে এই মেয়াদকাল বাড়ানোর মাধ্যমে শিক্ষাবৃত্তি বর্ধিত করা হতে পারে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence