হাবিপ্রবিতে ৩৬ প্রভাষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আগ্রহীরা আবেদন করুন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি)  © ফাইল ফটো

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বিভিন্ন বিভাগে প্রভাষক পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৩০টি বিভাগের জন্য ৩৬ জন প্রভাষক নিয়োগ দেওয়া হবে।

আজ মঙ্গলবার (১৩ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. জাহাঙ্গীর কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

প্রভাষক পদের জন্য নন-টেকনিক্যাল পদের প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নির্ধারিত ফলাফল থাকতে হবে। টেকনিক্যাল বিষয়ে প্রার্থীদের স্নাতক ডিগ্রী থাকতে হবে।

আরও পড়ুন: বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন ভিসি রাবি অধ্যাপক তৌফিক

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, কৃষিতত্ব বিভাগে ১জন, উদ্যানতত্ব বিভাগে ১ জন, কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগে ২ জন, মৃত্তিকাবিজ্ঞান বিভাগে ১ জন, উদ্ভিদ রোগতত্ব বিভাগে ১ জন, কৃষি রসায়ন বিভাগে ১ জন, মেডিসিন সার্জারি অ্যান্ড অবস্টেট্রিক্স বিভাগে ২জন, ডেইলি অ্যান্ড পোল্ট্রি সাইন্সে ১জন, প্যাথলজি অ্যান্ড প্যারাসাইটোলজি বিভাগে ১জন, এনিমেল সাইন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগে ১জন, জেনেটিক্স অ্যান্ড আনিমেল ব্রিডিং বিভাগে ১জন, ফিসারিজ টেকনোলজি বিভাগে ১জন, ফিসারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগে ১জন, ফিসারিজ ম্যানেজমেন্ট বিভাগে ১ জন, এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১জন, আর্কিটেকচার বিভাগে ২ জন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন, কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১ জন, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ২ জন, অ্যাকাউন্টিং বিভাগে ১ জন, ম্যানেজমেন্ট বিভাগে ১ জন, পদার্থ বিজ্ঞান বিভাগে ১ জন, রসায়ন বিভাগে ১ জন, গণিত বিভাগে ১ জন, পরিসংখ্যান বিভাগে ১ জন, ইংরেজি বিভাগে ১ জন, অর্থনীতি বিভাগে ২ জন, সমাজবিজ্ঞান বিভাগে ১ জন এবং ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ২জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৩ মে ২০২৫ থেকে। আবেদনপত্র রেজিস্ট্রারের অফিস বা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hstu.ac.bd) থেকে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ ২ জুন ২০২৫ তারিখ বিকাল ৪টার মধ্যে জমা দিতে হবে।

পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে রেজিস্ট্রার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence