র‍্যাগিংয়ের বিরুদ্ধে সোচ্চার হাবিপ্রবি প্রশাসন

০৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৫২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৯ PM
সেমিনার

সেমিনার © সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রশাসন প্রতিবছর নবাগত শিক্ষার্থীদের র‍্যাগিং থেকে সুরক্ষা এবং তাদের সুষ্ঠু শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে আসছে। এরই ধারাবাহিকতায় আইকিউএসি (ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল) এর উদ্যোগে ‘অ্যান্টি র‍্যাগিং এক্টিভিটিস এন্ড একাডেমিক কাউন্সেলিং’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় আইকিউএসি’র কনফারেন্স রুমে উক্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ক্লাস এবং গ্রুপ রিপ্রেজেন্টেটিভরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার। সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. সাইফুল হুদা এবং সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মোমিনুর রহমান। সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. মো. এমদাদ হোসেন । 

প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শফিকুল ইসলাম সিকদার বলেন, ‘জুনিয়রদের স্নেহ করতে হবে, সিনিয়রদের সম্মান করতে হবে। বিশ্ববিদ্যালয় জীবনের এই সম্পর্ক গুলো সারা জীবনের। র‍্যাগ দিয়ে বা ভয় দেখিয়ে কখনও মন থেকে শ্রদ্ধা অর্জন করা যায় না। 

তিনি বলেন, তোমাদের সাথে নবীনদের সবচেয়ে বেশি পারস্পরিক যোগাযোগ থাকবে, তাই আজকে তোমাদেরকে নিয়ে এই সেমিনারের আয়োজন করা হয়েছে। তোমরা আমাদের এই বার্তাগুলো সকলের মাঝে ছড়িয়ে দিবে। পরিশেষে তিনি এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য আইকিউএসি সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।’

উল্লেখ্য, হাবিপ্রবির নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপন এবং র‍্যাগিং এর নামে নবীন শিক্ষার্থীদের হয়রানি ও শারীরিক, মানসিক নির্যাতন বন্ধ করা এবং এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান বিভিন্ন শাস্তিমূলক আইন সম্পর্কে সচেতন করে তোলার লক্ষ্যে আজকের এই সেমিনারের আয়োজন করা হয়।

মিয়ানমারে বিয়ে ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বিমান হামলা, …
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মীর জা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর সমর্থ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
গ্রীনল্যান্ডে পেঙ্গুইনের সঙ্গে হাঁটছেন ট্রাম্প, এআই ছবি প্র…
  • ২৪ জানুয়ারি ২০২৬
​মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আমিনুল হকের
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইঞ্জিনের ত্রুটিতে চাঁদপুরে আটকে মেঘনা এক্সপ্রেস, দুর্ভোগে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬