নবীনদের পদচারণে মুখর হাবিপ্রবি ক্যাম্পাস

০৭ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২৩ PM
নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে হাবিপ্রবি ক্যাম্পাস

নবীন শিক্ষার্থীদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে হাবিপ্রবি ক্যাম্পাস © টিডিসি

দেশের প্রতিটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানই যেন একেকটি স্বপ্নের কারখানা। উচ্চ মাধ্যমিকের দীর্ঘ প্রস্তুতি শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থীর জীবনের একটি বড় অর্জন। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েও (হাবিপ্রবি) এর ব্যতিক্রম নয়। সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নবীন শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে ক্যাম্পাস।  

প্রথম বর্ষের ক্লাস শুরুর মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে তাদের জীবনে। নতুন ভবন, নতুন পরিবেশ, অচেনা মুখ—সব মিলিয়ে এটি যেন নতুনের এক অন্যরকম উৎসব। ক্যাম্পাসের পথে পথে নবীনদের পদচারণা, মুগ্ধ চোখে চারপাশ দেখা, আর অচেনা সহপাঠীদের সঙ্গে পরিচিত হওয়া—এসবই এখন হাবিপ্রবির প্রাত্যহিক দৃশ্য।  

বিশ্ববিদ্যালয়ের নতুন পরিবেশ এবং শিক্ষা ব্যবস্থায় খাপ খাইয়ে নেওয়া এক ধরনের চ্যালেঞ্জ হলেও, নবীন শিক্ষার্থীদের চোখেমুখে সেই চ্যালেঞ্জ মোকাবিলার অদম্য আত্মবিশ্বাস।

আরও পড়ুন: প্রকাশিত হলো হাবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি-সাধারণ সম্পাদকের পরিচয়

ইংরেজি বিভাগের নবীন শিক্ষার্থী হাবিবা তাসনীম হিমু বলেন, ‘ছোট থেকেই ইচ্ছা ছিলো হাজী মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে পড়ব। এই ক্যাম্পাসের সবুজ শ্যামল মাঠ, গাছপালা ও রাস্তা আমার অনেক ভালো লাগে । কলেজের গণ্ডি পেরিয়ে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভর্তি হইলাম ভার্সিটিতে। ক্যাম্পাসে পা রাখার সঙ্গে সঙ্গেই মনে নতুন অনুভূতির সঞ্চার হয়েছিল। স্বাধীনতার সৌন্দর্য আর মর্ম তখন উপলব্ধি করেছিলাম। সব সময়ই চাইতাম ক্যাম্পাস জীবনটা প্রচুর উপভোগ করব। যেন পরবর্তী সময়ে আফসোস না থাকে। অনেক না-পাওয়ার মধ্যেও ক্যাম্পাস জীবনটাকে উপভোগ করছি। এভাবেই উপভোগ করে যেতে চাই, যত দিন ক্যাম্পাসে আছি।’

মার্কেটিং বিভাগের নবীন শিক্ষার্থী মিম বলেন, ‘হাবিপ্রবিতে ভর্তির সুযোগ পেয়ে খুব ভালো লাগছে। মায়ের স্বপ্ন সত্যি করতে পেরেছি। ক্যাম্পাসের পরিবেশ চমৎকার। নতুন হলেও খাপ খাইয়ে নিতে সময় লাগবে। আশা করি, এখান থেকে সফল মানুষ হয়ে বের হতে পারব।’

বিশ্ববিদ্যালয়ের প্রাণশক্তি এই নবীন শিক্ষার্থীদের নিয়েই। তাদের স্বপ্ন, পরিকল্পনা আর জ্ঞান অর্জনের আগ্রহ এক দিন বিশ্ববিদ্যালয়ের গর্ব হয়ে উঠবে। কিন্তু এর পাশাপাশি রয়েছে শিক্ষাজীবনের নতুন ধাপ শুরু করার চাপ এবং দায়িত্ব।

হাবিপ্রবির ক্যাম্পাস এখন নতুনদের স্বপ্ন আর সম্ভাবনায় উজ্জ্বল। ভর্তিযুদ্ধে সফল হয়ে আসা এই শিক্ষার্থীরা যেন একটি নতুন সূর্যোদয়ের প্রতীক। তাদের মধ্যে কেউ হতে চান গবেষক, কেউবা উদ্যোক্তা। আবার কেউ চান দেশের উন্নয়নে ভূমিকা রাখতে।

আরও পড়ুন: লোডশেডিংয়ের মধ্যে তরুণীকে নিয়ে অন্তরঙ্গ মুহূর্তে হাবিপ্রবি ছাত্র, বাধা দেওয়ায় সিনিয়রকে মারধর

এই নবীনদের স্বপ্ন আর লক্ষ্য পূরণের জন্য শুধু একাডেমিক পড়াশোনা নয়, প্রয়োজন সহশিক্ষামূলক কার্যক্রম এবং সুস্থ পরিবেশ। বিশ্ববিদ্যালয়ের সিনিয়ররা মনে করেন, নবীনদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলাই তাদের দায়িত্ব। কারণ এই পথচলায় সামান্য সহযোগিতাও বড় পরিবর্তন এনে দিতে পারে।  

প্রতিবছর লক্ষাধিক শিক্ষার্থী উচ্চ মাধ্যমিক শেষ করে ভর্তি যুদ্ধের মাধ্যমে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। তবে তাদের প্রত্যেকের জন্য এটি শুধু একটি ভর্তি নয়, বরং স্বপ্ন পূরণের প্রথম ধাপ।  হাবিপ্রবির এই নবীন শিক্ষার্থীরাও সেই একই লক্ষ্য নিয়ে এসেছেন। বিশ্ববিদ্যালয়ের নতুন জীবনে প্রতিটি পদক্ষেপই তাদের জীবনের গন্তব্যকে ছুঁতে সাহায্য করবে।  

নবীনদের উচ্ছ্বাস আর স্বপ্নের প্রতিফলন এখন হাবিপ্রবির প্রতিটি কোনায়। এই চার বছরের পথচলায় তারা এক দিন বিশ্ববিদ্যালয়ের সেরা অর্জনের অংশ হয়ে উঠবে, এমনটাই আশা সবার।

অন্যান্য দলকে গোনার টাইম নেই: সিলেট টাইটান্স উপদেষ্টা
  • ২০ জানুয়ারি ২০২৬
ইডেন-বদরুন্নেসা কলেজ একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ব…
  • ২০ জানুয়ারি ২০২৬
এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়াল বরিশাল বোর্ড
  • ২০ জানুয়ারি ২০২৬
ইসি ঘেরাও কর্মসূচিতে অনুপস্থিত, ভিপি প্রার্থীসহ ছাত্রদলের ৩…
  • ২০ জানুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি
  • ২০ জানুয়ারি ২০২৬
বঙ্গবন্ধু পরিষদ নেতার বদলি ঠেকাতে ঘুষ নিলেন জিয়া পরিষদ নেতা…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9