সন্ধ্যার মধ্যে শাবিপ্রবির হল ছাড়তে স্থানীয়দের আলটিমেটাম

সন্ধ্যা ৭ টার মধ্যে শাবিপ্রবির আবাসিক হল ছাড়তে স্থানীয়দের অবস্থান
সন্ধ্যা ৭ টার মধ্যে শাবিপ্রবির আবাসিক হল ছাড়তে স্থানীয়দের অবস্থান  © টিডিসি ফটো

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক হলগুলোতে ছাত্রলীগের দোসর রয়েছে এমন অভিযোগ এনে সন্ধ্যা সাতটার মধ্যে আবাসিক হল ছাড়ার আলটিমেটাম দিয়েছে স্থানীয় জনগণ। সোমবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে স্থানীয় লোকজন মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের শাহপরান হলের সামনে অবস্থান করেন। 

এসময় মিছিলে তারা ‘ছাত্রলীগের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘খুনি হাসিনার দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘ছাত্রলীগের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ স্লোগানে উত্তাল করে তোলে। 

স্থানীয় লোকজনের দাবি, দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনার আমলে ছাত্রলীগের দোসরেরা ক্যাম্পাসে বিভিন্ন অপরাজনীতির চেষ্টা চালিয়ে মানুষকে খুন, গুম হত্যার সাথে লিপ্ত ছিল। ছাত্রলীগের একটা চক্র বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে তৎপর চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়রা দাবি করেন। এছাড়াও তাদের দাবি ছাত্রলীগের হয়ে যারা সামনের সারিতে কাজ করেছেন তারাও আজ সাধারণ শিক্ষার্থী সেজে আবাসিক হলে আওয়ামী লীগের এজেন্টরা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তাই আমাদের দাবি সকল শিক্ষার্থীকে আবাসিক হল ছেড়ে দিতে হবে।  

তারা আরো বলেন, হল খালি হওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে প্রশাসন আসলে নিয়ম অনুযায়ী প্রশাসন যাদেরকে হলে রাখবে তারাই শুধু হলে অবস্থান করবে। কিন্তু এখন আমরা কোনো ছাত্রলীগের এজেন্টকে হলে দেখতে চাই না। এ সময় স্থানীয় লোকজনের সাথে সিলেটের কাউন্সিলর ও মেম্বারও উপস্থিত ছিলেন। 

সাধারণ শিক্ষার্থীরা বলেন, গত ২২ আগস্ট মধ্যরাতে কিছু দুষ্কৃতিকারী ছাত্রদের আবাসিক হলগুলোর সামনে এসে শোডাউন দেয়। এ সময় তারা শিক্ষার্থীদের নিরাপত্তাকর্মীদের মাধ্যমে শুক্রবারের মধ্যে হল ছাড়ার আল্টিমেটাম দেয়। তখন সেনাবাহিনীর মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। শুধু তাই নয়, সেনাবাহিনীও আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের হলে থাকতে বলেন। কিন্তু স্থানীয়রা নতুন করে আজ মিছিল-শোডাউন দিয়ে ছাত্রদের বের হয়ে যেতে বলছেন।


সর্বশেষ সংবাদ