যবিপ্রবির সেই দুই ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে এবার মামলা

০৪ এপ্রিল ২০২৩, ০৪:৩৭ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৬ AM
অভিযুক্ত শোয়েব আলী ও সালমান এম রহমান।

অভিযুক্ত শোয়েব আলী ও সালমান এম রহমান। © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আবাসিক হলে আটকে রেখে শিক্ষার্থী নির্যাতন ও চাঁদা দাবির ঘটনায় অভিযুক্ত সেই দুই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (৩ এপ্রিল) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট ড. মোঃ আশরাফুজ্জামান জাহিদ বাদি হয়ে যশোর কোতোয়ালি থানায় এই মামলা দায়ের করেন।

মামলায় যবিপ্রবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ শোয়েব আলীকে ১ নম্বর ও সালমান এম রহমানকে ২ নম্বর আসামি করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ভুক্তভোগী এনএফটি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ ইসমাইল হোসেন কে আগে থেকেই দশলক্ষ টাকা চাঁদা দাবিসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল অভিযুক্ত সালমান ও শোয়েব। তারই ধারাবাহিকতায় (২ এপ্রিল) দুপুর ১টায় ভুক্তভোগী শিক্ষার্থীকে ফোন দিয়ে শহীদ মসিয়ূর রহমান হলের ৫২৮ নম্বর কক্ষে ডেকে নিয়ে মারধর করে চাহিদা অনুযায়ী দশ লক্ষ টাকা চাঁদা দাবি করে। ভুক্তভোগী শিক্ষার্থী অপারগতা প্রকাশ করলে হত্যার হুমকি প্রদান করে অভিযুক্তরা। একপর্যায়ে অভিযুক্ত সালমান ও শোয়েব তাকে হত্যার উদ্দেশ্যে চার ঘন্টা আটকে রেখে বেল্ট, রড, পাইপ দিয়ে মারধর করে জখম করে। এদিকে ভুক্তভোগী শিক্ষার্থীর বন্ধু মারুফ, পারভেজ, নোমানসহ আরো অনেকেই তাকে হলের মধ্যে না পেয়ে খোঁজ করে। এক পর্যায়ে আনুমানিক বিকেল পাঁচটার দিকে শহীদ মসিয়ূর রহমান হলের ৫২৮ নম্বর কক্ষে অচেতন অবস্থায় দেখে হল প্রভোস্ট ড. মোঃ আশরাফুজ্জামান জাহিদ কে ফোন দেন সহপাঠীরা। পরবর্তীতে হল প্রভোস্ট এসে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মঈদুল ইসলাম বলেন, আমরা মামলা আমলে নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছি। আসামীদের ধরার চেষ্টা চলছে। আশা করছি দু-একদিনের মধ্যে তাদের গ্রেফতার করতে সক্ষম হবো।

উল্লেখ্য, এর আগেও এই দুজনের বিরুদ্ধে সাধারণ ছাত্রদের শিবির উপাধি দিয়ে চাঁদা দাবি করারও অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থী। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার সভাপতি সোহেল রানার অনুসারী হিসেবে পরিচিত। তবে সাম্প্রতিক এই ঘটনার পর গত রোববার (২ মার্চ) হল পরিদর্শন করেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন। পরিদর্শন শেষে হল প্রভোস্ট আশরাফুজ্জামান জাহিদ কে রুম সিলগালা করার নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে হল প্রভোস্ট ওই রুমটি সিলগালা করে দেন। এছাড়াও এই ঘটনার উপযুক্ত বিচারের দাবিতে গতকাল সোমবার যবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করেন ভুক্তভোগী শিক্ষার্থীর শিক্ষক ও সহপাঠীরা।

ইতোমধ্যে অভিযুক্ত দুইজনকে শহীদ মসিয়ূর রহমান হল থেকে সাময়িক ও পরবর্তীতে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে ক্যাম্পাসে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল হয়েছে: নুর
  • ২০ জানুয়ারি ২০২৬
শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের জমি জব্দের আদেশ
  • ২০ জানুয়ারি ২০২৬
শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে রাবি শিবিরের মানববন্ধন
  • ২০ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপের আগে কাতারে নতুন টুর্নামেন্ট, থাকছে আর্জেন্টিনা-স…
  • ২০ জানুয়ারি ২০২৬
১৯৯১-এর নির্বাচনে বিএনপি যেভাবে ১৪০ আসনে জয়ী হয়েছিল
  • ২০ জানুয়ারি ২০২৬
উপাচার্যের পদত্যাগ চেয়ে ইউএপি শিক্ষার্থীদের বিক্ষোভ, ৩০ মিন…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9