ক্যাম্পাসে হাটার সময় শাবিপ্রবি ছাত্রকে সাপের ছোবল

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  © ফাইল ছবি

সাপের ছোবলে আহত হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মো. শরীফ হোসেন নামে এক শিক্ষার্থী। শুক্রবার (৪ নভেম্বর) ক্যাম্পাসের এক কিলো রোডে এ ঘটনা ঘটে। তার সহপাঠী মিরাজুল ইসলাম এ তথ্য জানান।

শরীফ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে চতুর্থ বর্ষের  ছাত্র। তিনি বলেন, সাপ ছোবল দেওয়ার আধাঘণ্টার মধ্যে ওসমানী মেডিকেলে যাই। বিষধর সাপ ছোবল দিলে এর মধ্যে অনেক কিছুই হয়ে যেতে পারতো। আমাদের মেডিকেলে সাপে কাটা রোগীদের চিকিৎসা থাকলে ভালো হয়।

আরো পড়ুন: কুবি ছাত্রীকে যৌন হয়রানি ছাত্রের, মুচলেকায় ক্ষমা

মিরাজুল বলেন, সন্ধ্যায় তারা হেঁটে প্রধান ফটকের দিকে যাচ্ছিলেন। উপাচার্যের বাসভবন অতিক্রম করার পর হঠাৎ সাপ শরীফকে ছোবল দিয়ে চলে যায়। তাৎক্ষণিক তাকে মাউন্ট এডোরা হাসপাতালে যাই। সেখান কর্তব্যরত চিকিৎসক সিলেট এম এ জি ওসমানী মেডিকেলে যেতে বলেন। পরে সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়। তাকে বিষধর কোনো সাপ ছোবল দেয়নি।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল প্রশাসক অধ্যাপক ড. কবীর হোসেন বলেন, সাপে কাটা রোগীর কোনো চিকিৎসা ব্যবস্থা আমাদের মেডিকেলে নেই। এ রকম ঘটলে আহত ব্যক্তিকে ওসমানী মেডিকেলে চিকিৎসার সুপারিশ করা হয়।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence