বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮টি পদে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ ঘোষণা করবেন শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার। আজ বুধবার (২৮ জানুয়ারি) মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভায় এ ঘোষণা করা হবে।
বুধবার সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র জানিয়েছে, বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর মধ্যে সভা শুরু হবে। ওই সভায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সুপারিশের ফল ঘোষণা করবেন শিক্ষা উপদেষ্টা।
এদিকে ৭ম গণবিজ্ঞপ্তিতে ৬৭ হাজার ২০৮টি শূন্য পদের বিপরীতে মোট ১৮ হাজার ৩৯৯ জন নিবন্ধনধারী আবেদন করেছিলেন। আবেদনকারীদের মধ্যে এক হাজার ২৭ জনের রোল ব্লক করেছে এনটিআরসিএ। ফলে এ গণবিজ্ঞপ্তিতে প্রকৃত আবেদনকারী ১৭ হাজার ৩৭২ জন। আগামীকাল বুধবার যে কোনো সময় তাদের নিয়োগ সুপারিশ করা হবে।
আরও পড়ুন: প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে পরিপত্র জারি, দেখুন এখানে
গত ১০ জানুয়ারি থেকে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হয়। তিন ধরনের প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগসংক্রান্ত আবেদন চলেছে ১৭ জানুয়ারি পর্যন্ত। আর আবেদনের ফি জমা দেওয়া গেছে ১৮ জানুয়ারি পর্যন্ত।
৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা ৬৭ হাজার ২০৮। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১। মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে।