ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে শনিবার © ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক পালনের জন্য ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২৬ দুদিন পেছানো হয়েছে। আগামী ৩ জানুয়ারি এ আয়োজনের উদ্বোধন করা হবে। ১ জানুয়ারি বাণিজ্য মেলা শুরুর কথা ছিল।
বুধবার (৩১ ডিসেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার কর্তৃক তিন দিন রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার মৃত্যুতে শুরু তিনদিনের রাষ্ট্রীয় শোক
এর পরিপ্রেক্ষিতে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান পূর্বঘোষিত তারিখ ১ জানুয়ারির পরিবর্তে আগামী ৩ জানুয়ারি (শনিবার) আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমন্ত্রিত অতিথিদের জন্য ইতোমধ্যে প্রেরিত উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র যথারীতি বহাল থাকবে বলে জানানো হয়েছে।