মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের নতুন ভাইস চেয়ারম্যান ইখতিয়ার খান প্রিন্স
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৫, ১০:১৭ PM
মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের (এমবিএসএল) নতুন ভাইস চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন মো. ইখতিয়ার খান প্রিন্স। গত ১৪ অক্টোবর এমবিএসএলের ৭৫তম বোর্ড সভায় তাকে এই পদে নির্বাচিত করা হয়।
প্রিন্স বিভিন্ন বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি পিনাকল বাইসাইকেল ইনডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, সম্রাট গ্রুপ ও সম্রাট কোল্ড স্টোরেজ লিমিটেডের পরিচালক।
এ ছাড়া তিনি বিএমএস- মানি এক্সচেঞ্জ এর প্রোপ্রাইটর এবং আলহাজ আমান উল্লাহ খান ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড বিশ্বাস করে মো. ইখতিয়ার খান প্রিন্সের সুদীর্ঘ ও বিস্তৃত কর্মজীবনের অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির কৌশলগত উন্নয়নের পথে সহায়ক হবে।