‘গ্রিন এলসি’ প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় ঋণপত্র ইস্যু কার্যক্রমে মার্কেন্টাইল ব্যাংকের সফল অংশগ্রহণ

প্রুফ অব কনসেপ্ট কার্যক্রম উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান
প্রুফ অব কনসেপ্ট কার্যক্রম উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান  © সংগৃহীত

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি. দেশি প্রযুক্তি কোম্পানি ‘স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং লিমিটেড’-এর প্রযুক্তিগত সহযোগিতায় তৈরি ‘গ্রিন এলসি’ প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় ঋণপত্র আদান-প্রদানের প্রুফ অব কনসেপ্ট কার্যক্রমে সফলভাবে অংশগ্রহণ করেছে। এ কার্যক্রমে ওয়ান ব্যাংক পিএলসি বেনেফিসিয়ারি ব্যাংক হিসাবে অংশ নেয়। 

মার্কেন্টাইল ব্যাংকের ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা বাংলাদেশের ট্রেড ফাইন্যান্স খাতে নিরাপদ, কাগজবিহীন ও ডিজিটাল ইকো সিস্টেম গড়ে তোলার প্রয়াসের অংশ। ওই প্রক্রিয়ায় অংশগ্রহণ মার্কেন্টাইল ব্যাংকের বাণিজ্যিক লেনদেনের পূর্ণ ডিজিটালাইজেশন প্রতিশ্রুতির প্রতিফলন।

এ উদ্যোগ বাংলাদেশ ব্যাংকের জারিকৃত এফই সার্কুলার চলতি বছরের ৬ জানুয়ারি অনুসারে গৃহীত হয়েছে, যেখানে ঋণপত্র প্রক্রিয়ার সব পর্যায়, যেমন ট্রান্সমিশন, অ্যাডভাইজিং, প্রেজেন্টেশন, অ্যাকসেপ্টেন্স এবং সংশ্লিষ্ট যোগাযোগের ইলেকট্রনিক সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ে গত ২৫ জুন আয়োজিত অনুষ্ঠানে প্রুফ অব কনসেপ্ট কার্যক্রম উদ্বোধন করেন মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও (সিএএমএলসিও) শামীম আহম্মদ, উপব্যবস্থাপনা পরিচালক ও বিভাগীয় প্রধান (আইসিসিডি) অসীম কুমার সাহা, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার ড. মো. জাহিদ হোসেন এবং ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা। এ ছাড়া উপস্থিত ছিলেন এসএসসিএলর এন্টারপ্রাইজ সেলস পরিচালক ফারহানুর রহমান।


সর্বশেষ সংবাদ