৮ ব্যাংক থেকে ১০৪ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক  © সংগৃহীত

বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে নিলামের মাধ্যমে আরও ১০৪ মিলিয়ন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। রোববার কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, আটটি বাণিজ্যিক ব্যাংক থেকে এসব ডলার কেনা হয়।

ডলারের বাজারকে ঊর্ধ্বমুখী করার ইঙ্গিত দিতে গেল জুলাই থেকে কৌশলগত পদক্ষেপ হিসেবে এসব ডলার কেনা হয়।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ৮ বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে ডলার কেনা হয়েছে। নিলাম পদ্ধতির অধীনে ডলারের বিনিময় হার ছিল ১২১.৭৮ থেকে ১২১.৮০ টাকা।

এছাড়া গত ১ জুলাই থেকে এখন পর্যন্ত (২০২৫-২০২৬ অর্থবছর) নিলামে কেনা মোট ডলারের পরিমাণ এক হাজার ৯৮১ মিলিয়ন ডলার।


সর্বশেষ সংবাদ