নজরদারিতে বেসরকারি খাতের বিদেশি ঋণ, তথ্য দিতে হবে সিআইবিতে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

বেসরকারি খাতের বৈদেশিক ঋণ নজরদারির আওতায় আনার উদ্যোগ নেয়া হয়েছে। এ জন্য বেসরকারি উদ্যোক্তারা বিদেশ থেকে যেসব ঋণ নিয়েছেন, সেসব তথ্য বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) ডেটাবেজে যুক্ত করার নির্দেশ নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার এক প্রজ্ঞাপনে এই নির্দেশ দিয়েছে। পাশাপাশি এসব ঋণের মান, কোন দেশ থেকে ও কোন মুদ্রায় ঋণ এবং অনুমোদনকারী কে—এসবের তথ্যও জমা দিতে বলা হয়েছে। নভেম্বর থেকে প্রতি মাসে আগের মাসের তথ্য জমা দিতে বলা হয়েছে।

এতে বলা হয়েছে, বৈদেশিক ঋণের (সাপ্লায়ার্স ক্রেডিটসহ) ঝুঁকি মোকাবিলা, জবাবদিহি বৃদ্ধি ও দেশের আর্থিক খাতের সুস্থতা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, কোনো বিদেশি ঋণ সমন্বয় হলে বা নতুন ঋণ হলে কিংবা কোনো কারণে ঋণের মান পরিবর্তন হলে তাৎক্ষণিক সিআইবিতে হালনাগাদ করতে হবে। এক্ষেত্রে কোনো ভুল তথ্য দিলে ব্যাংকগুলোকে জরিমানা দিতে হবে।

প্রসঙ্গত, বর্তমানে সিআইবি ডেটাবেজে বেসরকারি খাতের বৈদেশিক ঋণের কোনো তথ্য অন্তর্ভুক্ত থাকে না। তবে সিআইবিতে ব্যাংকঋণের সব ধরনের তথ্য পাওয়া যায়। নতুন করে কোনো প্রতিষ্ঠান ঋণ নিতে গেলে তার সিআইবি যাচাই করে নেয় ব্যাংকগুলো।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!