ফাঁড়ির ওয়াশরুমে মিলল কনস্টেবলের লাশ, শেষ বার্তায় কী লিখেছিলেন মেয়েকে?

২৮ জানুয়ারি ২০২৬, ০৩:৫০ PM
কনস্টেবল শফিকুল ইসলাম

কনস্টেবল শফিকুল ইসলাম © সংগৃহীত ও সম্পাদিত

রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন পুলিশ ফাঁড়ির ওয়াশরুম থেকে শফিকুল ইসলাম (৪২) নামে এক কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিভিন্ন কারণে হতাশা থেকে আত্মহত্যা করে থাকতে পারেন এই পুলিশ সদস্য।

জানা গেছে, শফিকুল ইসলামের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার মতলব থানার মৌটুপী গ্রামে। তিনি ওই এলাকার মান্নান মল্লিকের ছেলে। ২০০৩ সালে পুলিশ সার্ভিসে যোগ দেন শফিকুল ইসলাম। সর্বশেষ যাত্রাবাড়ি ফাঁড়িতে কর্মরত ছিলেন।

পুলিশ জানিয়েছে, হাতাশা থেকেই আত্মহত্যা করে থাকতে পারেন শফিকুল ইসলাম। লাশ উদ্ধারের আগের রাত ৩টা ২৫ মিনিটে বড় মেয়েকে হোয়াটসঅ্যাপে একটি ম্যাসেজ দিয়েছিলেন শফিকুল। এতে তিনি লিখেছেন, ‘আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিও। সুমাইয়া জুনায়েদ জিহাদকে দেখে রাখিও।’

এর আগে বিকেলে একাধিকবার কল দিয়ে দুজনে কথা বলেছিলেন। তবে ভোররাতের ম্যাসেজের পর সকাল ৭টা ২০ মিনিটের দিকে মেয়ে একাধিকবার ফোন দিলেও আর রিসিভ করেননি শফিকুল ইসলাম। শফিকুল ইসলামের সম্বন্ধী (স্ত্রীর বড় ভাই) আব্দুল হান্নান জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তিনি মানসিক ডিপ্রেশনে ভুগছিলেন।

যাত্রাবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) রাসেল জানান, ফাঁড়ির ওয়াশরুমে তার ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে। পরে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নির্বাচন ঘিরে কুড়িগ্রামে বিজিবির নিরাপত্তা জোরদার
  • ২৮ জানুয়ারি ২০২৬
ভোট চাইতে গিয়ে একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে: মাহদ…
  • ২৮ জানুয়ারি ২০২৬
ক্যারিয়ার সেরা র‍্যাঙ্কিংয়ে রিশাদ
  • ২৮ জানুয়ারি ২০২৬
বুটেক্সে জুলাই কালচারাল সেন্টারের উদ্যোগে শহীদ স্তম্ভ স্থাপন
  • ২৮ জানুয়ারি ২০২৬
রুয়েটে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স শুরু কাল, অংশ ন…
  • ২৮ জানুয়ারি ২০২৬
বিএমইউ প্রোভিসির সাথে জাপানের মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রতি…
  • ২৮ জানুয়ারি ২০২৬
diuimage