ঢাকা মেডিকেলের ভবন থেকে লাফ দিয়ে তরুণীর ‘আত্মহত্যা’ © টিডিসি ফটো
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের ৮ তলা থেকে লাফিয়ে পড়ে নাজমীন (২০) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। আজ রবিবার (২৫ জানুয়ারি) রাত পৌনে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নাজনীন পটুয়াখালীর গলাচিপা উপজেলার জালাল মিয়ার মেয়ে। নাজমীন কিডনি রোগে ভুগছিলেন বলে জানিয়েছে পরিবার। পরিবারের ভাষ্য অনুযায়ী, বাবা–মায়ের চিকিৎসা ব্যয়ের কষ্ট ও স্বামীর চিকিৎসা খরচ না দেওয়ায় মানসিক চাপে তিনি এই সিদ্ধান্ত নেন।
নাজনীনের মা পারভিন জানান, দুই মাস আগে তার মেয়ের কিডনি সমস্যা ধরা পড়ে। প্রথমে ঢামেকে চিকিৎসা নিলেও অবস্থা খারাপ হওয়ায় আজ তাকে ভর্তি করা হয়। আর্থিক সংকটের কারণে চিকিৎসা ব্যয় পরিবারকে কঠিন পরিস্থিতিতে ফেলেছিল বলেও দাবি করেন তিনি।
পারভিন জানান, সন্ধ্যায় নাজনীন বলেন, ‘মা, তোমাদের আর কষ্ট দেব না। আমার মেয়েটাকে দেখে রেখো।’ এরপর বাথরুমে যাওয়ার কথা বলে বের হন। কিছুক্ষণ পর হাসপাতালের নতুন ভবনের ৮ তলার বাথরুমের পাশের খোলা জায়গা দিয়ে তিনি লাফিয়ে পড়েন। নিচে থাকা একটি প্রাইভেটকারের ওপর পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, চিকিৎসকদের বরাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।