মনির মিয়া ও অনামিকা © সংগৃহীত
ভিন্ন ধর্মের প্রেমের সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানানোয় চরম পরিণতির দিকে ধাবিত হলো দুটি তরতাজা প্রাণ। শেরপুরে পরিবারের বাধা ও সামাজিক চাপের মুখে প্রেমিক-প্রেমিকার একসঙ্গে আত্মহত্যার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
নিহতরা হলেন সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী নয়াপাড়া গ্রামের মুসলিম তরুণ মনির মিয়া (১৮) ও একই উপজেলার ঝাউয়েরচর গ্রামের খ্রিষ্টান কিশোরী অনামিকা (১৬)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনির মিয়া ও অনামিকার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে ভিন্ন ধর্মের হওয়ায় উভয় পরিবারের পক্ষ থেকেই তাদের সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানানো হয়। এতে তারা চরম মানসিক চাপে পড়ে।
গত ৯ জানুয়ারি বিকেলে প্রেমিক যুগল একসঙ্গে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ওই দিন রাতেই চিকিৎসাধীন অবস্থায় মনির মিয়া মারা যান। এরপর সোমবার রাতে অনামিকাও মৃত্যুবরণ করেন।
বুধবার (১৪ জানুয়ারি) শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় ছেলের পরিবারের পক্ষ থেকে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
বলাইয়েরচর ইউনিয়নের বিট অফিসার উপপরিদর্শক (এসআই) বাবুল আহমেদ জানান, মেয়ের পরিবারের পক্ষ থেকেও বুধবার একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।