শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে হোমিও ক্লিনিকের পরিচালক আটক

২৫ জানুয়ারি ২০২৬, ১০:০১ AM
শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আটক মো. মিজানুর হক ক্বারী

শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে আটক মো. মিজানুর হক ক্বারী © সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১২ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে মো. মিজানুর হক ক্বারী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত ব্যক্তি গাউছিয়া মঈনিয়া হোমিও ক্লিনিকের পরিচালক এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে উপজেলার সৈন্যরটেক এলাকার একটি হোমিওপ্যাথিক ক্লিনিকে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। আটক ব্যক্তি বাঁশখালী উপজেলার বাসিন্দা হলেও কর্ণফুলী উপজেলায় বসবাস করেন। 

ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, শনিবার সকালে শিশুটি তার ছোট ভাইকে নিয়ে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পথিমধ্যে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে ডেকে নিজের চেম্বারে নিয়ে যান। পরে শিশুটি বাসায় ফিরে পরিবারের কাছে নির্যাতনের ঘটনার কথা জানায়।

আরও পড়ুন: ‘নির্বাচনের সামনে প্রচুর অস্ত্র মজুত হচ্ছে’—বিএনপি নেতাকর্মীর ভিডিও ভাইরালের পর গ্রেপ্তার ৪

ঘটনাটি জানার পর পরিবার পুলিশকে অবহিত করে। পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুও পরিবারের কাছে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছে। খবর পেয়ে শনিবার বিকেল পৌনে ৩টার দিকে কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকার খোয়াজনগর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে কর্ণফুলী থানা পুলিশ।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর আলম বলেন, অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

আমি কীভাবে ‘ভাই ব্যবসা’ করলাম— প্রশ্ন মীর স্নিগ্ধের
  • ২৫ জানুয়ারি ২০২৬
ক্যাম্পাসে মশার উপদ্রব নিয়ন্ত্রণে রাকসুর মশকনিধন কর্মসূচি
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাবির বিজ্ঞান ইউনিটে ভর্তি পরীক্ষার ফল কবে, যা জানা যাচ্ছে
  • ২৫ জানুয়ারি ২০২৬
ঢাবিতে চাঁদাবাজির প্রমাণাদি বড় পর্দায় দেখাবেন ডাকসু নেতা
  • ২৫ জানুয়ারি ২০২৬
ভারত থেকে এলো ১২৫ টন বিস্ফোরক
  • ২৫ জানুয়ারি ২০২৬