ডন বজলুসহ গ্রেপ্তার ৩ © সংগৃহীত
জাতীয় নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র কেনা ও মজুত নিয়ে আলোচনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সোনারগাঁয়ের বিএনপি নেতা বজলুর রহমান ওরফে ‘ডন বজলু’সহ তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
শনিবার (২৪ জানুয়ারি) র্যাব সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এই তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, নারায়ণগঞ্জ ও সোনারগাঁও এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বজলুর রহমান স্থানীয়ভাবে ‘ডন বজলু’ নামে পরিচিত। ভিডিও ভাইরালের পর র্যাব ছায়াতদন্ত শুরু করে। পরে নিয়মিত তল্লাশিচৌকিতে বজলুর রহমানকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
বজলুর রহমানের সাথে গ্রেপ্তার হওয়া অন্য তিনজন হলেন— সাইদুল (৩৪), আব্দুল জব্বার (৪৩) এবং নাজমুল হকের ছেলে ইউনুস বাঁধন (২০)। তারা সবাই বজলুর অনুসারী হিসেবে পরিচিত।
আরও পড়ুন: জাতীয় দলের হয়ে খেলতে পারবেন সাকিব: সিদ্ধান্ত বিসিবির
এর আগে, ২৩ জানুয়ারি সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান তার সমর্থকদের নিয়ে স্থানীয় একটি রেস্তোরাঁয় খাচ্ছিলেন। এক পর্যায়ে তাদের একজন বলেন, নির্বাচন সামনে রেখে সোনারগাঁ এলাকায় প্রচুর অবৈধ অস্ত্র মজুত করা হচ্ছে। আরেকজনকে বজলুর রহমানের কানের কাছে গিয়ে বলতে শোনা যায়, নির্বাচনের জন্য আমাদের আরও দুটি অস্ত্র দরকার। তাদের কথোপকথনে অবৈধ অস্ত্র মজুতের বিষয়টি উঠে আসে। পরে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নারায়ণগঞ্জ জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এ বিষয়ে র্যাব-১১ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক জানান, ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর র্যাব ‘ছায়াতদন্ত’ শুরু করে। তবে বজলুর রহমান র্যাবের বসানো নিয়মিত তল্লাশিচৌকিতে আটক হন।
এর আগে বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান মুকুলের ওপর হামলার ঘটনায় আলোচনায় আসেন বজলুর রহমান। বজলুরের নির্দেশে তার অনুসারীরা আক্রমণ চালান বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় হওয়া মামলায় আসামি হওয়ার পর বজলুর রহমানকে বহিষ্কার করে উপজেলা বিএনপি। কিন্তু পরে ‘কেন্দ্রীয়ভাবে এ বহিষ্কারাদেশ গৃহীত না হওয়ায়’ তা ‘কার্যকর হয়নি’ বলে জানান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
বজলুরকে আটকের পর মোশারফ হোসেন বলেন, ‘অস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনা আমরা শুনেছি। এ বিষয়ে বজলুরের বিরুদ্ধে দল সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবে।’