জুলাই আন্দোলনে হামলার মামলায় কক্সবাজারে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

২৪ জানুয়ারি ২০২৬, ০২:০৮ PM
গ্রেপ্তার দিদারুল হক সিকদার

গ্রেপ্তার দিদারুল হক সিকদার © সংগৃহীত

জুলাই আন্দোলনে হামলা মামলায় কক্সবাজারের চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা দিদারুল হক সিকদারকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে চকরিয়া উপজেলার পশ্চিম কোনাখালী বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দিদারুল হক সিকদার পশ্চিম কোনাখালী এলাকার শাহাদাত আলী সিকদারের কনিষ্ঠ ছেলে। তিনি কোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। একই সঙ্গে তিনি টানা তিনবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন এবং উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, দিদারুল হক সিকদারের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। মামলাগুলোর পর থেকে তিনি দীর্ঘদিন আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে এলাকায় আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, চলমান মামলাগুলোর তদন্তের স্বার্থে প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ময়লা-পানি, ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ২৪ জানুয়ারি ২০২৬
নতুন বাংলাদেশের প্রেক্ষাপটে তরুণদের চিন্তাভাবনা-অবদান গুরুত…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বেরোবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে এসকেএফ ফার্মাসি…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ঢাবিতে প্ল্যান্ট টিস্যু কালচার ও বায়োটেকনোলজি বিষয়ক আন্তর্জ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিকাশ নিয়োগ দেবে সিনিয়র অফিসার, আবেদন শেষ ২৮ জানুয়ারি
  • ২৪ জানুয়ারি ২০২৬