হাসপাতালে আশ্রয় নেওয়ার নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের ঘটনায় দুই আনসার সদস্যকে আটক করা হয়েছে © সংগৃহীত
মানিকগঞ্জ সদর হাসপাতালে আশ্রয় নেওয়া এক নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই আনসার সদস্যকে আটক করেছে পুলিশ। আজ সোমবার (১২ জানুয়ারি) ভোর প্রায় সাড়ে ৩টা থেকে চারটার দিকে এই ধর্ষণের ঘটনা ঘটেছে। গ্রেপ্তারকৃত দুই আনসার সদস্য হলেন শাহাদাৎ হোসেন ও আবু সাঈদ। ভুক্তভোগীর নানা এসে মামলা দায়ের করলে তাদের গ্রেপ্তার দেখানো হবে।
মানিকগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সুপার জানান, ভুক্তভোগী নারী নারায়ণগঞ্জ থেকে স্বামীর সাথে নিজেদের চার্জিং ভ্যানে মানিকগঞ্জের নানার বাড়িতে যাচ্ছিলেন। একপর্যায়ে ভ্যানগাড়ির চার্জ শেষ হয়ে যাওয়ায় তারা রাত প্রায় দেড়টার দিকে ২৫০ শয্যাবিশিষ্ট মানিকগঞ্জ সদর হাসপাতালের সামনে থামে। সেখানে দুইজন আনসার সদস্যের সাথে কথা হলে তারা তাদের হাসপাতালের ভেতরে যাওয়ার জন্য বলে।
পুলিশ সুপার বলেন, আনসার সদস্যরা তাদের স্বামী-স্ত্রী কিনা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার কথা বলে স্বামীর কাছ থেকে স্ত্রীকে হাসপাতালের দোতলায় নিয়ে যায়। স্বামীকে নিচে অপর এক আনসার সদস্যের কাছে রেখে যান। পরে নিচে থাকা আনসার সদস্যকে ভুক্তভোগী নারীর কাছে পাঠিয়ে তার স্বামীকে নিয়ে খাবার কেনার কথা বলে নিয়ে যান আগের আনসার সদস্য। কুমতলব থাকায় সময়ক্ষেপণের জন্য তারা তার স্বামীকে খাবার কেনার কথা বলে দুই সদস্য তাদের অবস্থান পরিবর্তন করে।
তিনি বলেন, পরে একপর্যায়ে ভুক্তভোগী নারীর স্বামী ফিরে এসে স্ত্রীকে দেখে সন্দেহ করেন। তারা হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তায় টহলদার পুলিশ দেখে ঘটনা খুলে বলেন ভুক্তভোগী নারী।
পুলিশ কর্মকর্তা আরও জানান, ওই নারীকে ভয় দেখানো হয়েছিলে বলে তিনি প্রথমে স্বামীর কাছে ঘটনা স্বীকার করেননি। পরে পুলিশের কাছে জোরপূর্বক ধর্ষণের ঘটনা জানালে দুই আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়। ওই নারী ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নিয়েছেন। তিনি এখনও ট্রমার মধ্যে আছেন। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি।
ভুক্তভোগী নারীর গার্ডিয়ান হিসেবে নানা আসার পরই মামলাটি দায়ের করা হবে বলে জানিয়েছেন এই পুলিশ সুপার।