রাজশাহীতে এমপি প্রার্থী এনসিপি নেতার ওপর হামলার অভিযোগ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:৩৯ PM
রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজুর ওপর হামলার অভিযোগ উঠেছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে কাটাখালি পৌরসভার দেওয়ানপাড়া এলাকায় একটি দোকান ভাঙচুরের গুজবে এ ঘটনা ঘটে। এতে তিনি আহত হন এবং স্থানীয়ভাবে চিকিৎসা নেন। তাকে উদ্ধার করার সময় ধাক্কাধাক্কিতে আহত হন তিন পুলিশ সদস্যও।
নাহিদুল ইসলাম সাজু রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী। তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন; যদিও এই আসনে এখনও দলটির প্রার্থী ঘোষণা হয়নি।
সাজু জানান, শুক্রবার সকাল ১০টার দিকে পূর্বশত্রুতার জেরে শ্যামপুর এলাকার বিএনপি কর্মী মামুন ও শিহাবের নেতৃত্বে কয়েকজন যুবক কাটাখালি বাজারে ব্যবসায়ী শিমুলকে মারধর করে। এ সময় তারা শিমুলের দোকানও ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে সাজুর বাবা কাটাখালি বাজার কমিটির সভাপতি নজরুল ইসলামের নেতৃত্বে সমস্ত দোকানপাট বন্ধ করে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।
খবর পেয়ে এনসিপি নেতা সাজু পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছলে সাজুর ওপর শিহাব ও মামুনের নেতৃত্বে হামলা হয়। পুলিশ দ্রুত তাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়। এতে সাজু আহত হন। তাকে উদ্ধার করতে গিয়ে মতিহার জোনের এসি সোহেল রানা, ওসি (কাটাখালি) সুমন কাদরী ও ওসি (তদন্ত) প্রদীপ কুমার আহত হন।
এ বিষয়ে সাজু গণমাধ্যমকে বলেন, আমার বাবা কাটাখালি ব্যবসায়ী সমিতির সভাপতি। পরিস্থিতি শান্ত করতে সেখানে গিয়েছিলাম। অস্ত্রধারীরা আমার ওপর হামলা করে। পুলিশ যখন আমাকে উদ্ধার করছিল, তখন তারা দুই রাউন্ড গুলিও ছোড়ে।
মতিহার জোনের এসি সোহেল রানা বলেন, ওসি কাটাখালি ও ওসি তদন্ত প্রদীপ কুমার ছানাসহ আমি আহত হয়েছি। তিনি দাবি করেন, এটি রাজনৈতিক কোনো ঘটনা নয়।