ধানক্ষেতে অন্তঃসত্ত্বা স্ত্রীর মরদেহ, আটক স্বামী

অভিযুক্ত স্বামী জহিরুল
অভিযুক্ত স্বামী জহিরুল  © সংগৃহীত

চাঁদপুরের হাইমচরে ধানক্ষেত থেকে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যার অভিযোগে নিহত নারীর স্বামী জহিরুল ইসলামকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার ৪ নম্বর নীলকমল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাঢ়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ধানক্ষেতে নারীটির মরদেহ পড়ে থাকতে দেখে তারা ঘটনাটি বুঝতে পারেন। তাদের অভিযোগ, জহিরুল ইসলামই নিজের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা করেছে। এলাকাবাসীর আটকের পর জহিরুল হত্যাকাণ্ডের কথা স্বীকারও করেছে বলে জানিয়েছে স্থানীয়রা। পরে তাকে নীলকমল নৌ পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ইডেনে মধ্যরাতে পার্টি, শিক্ষার্থীদের ক্ষোভ

অভিযুক্ত জহিরুলকে স্থানীয়রা জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘এই বউ আমাকে আগে কয়েকবার মেরে ফেলতে চাইছে। তাই আমি নিজেই ওরে আজ মেরে ফেলছি। প্রায়ই আমাকে হুমকি দিত, মারধর করতো। আমার কোনো সহযোগী ছিল না—আমি একাই মেরেছি।’

নীলকমল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মনির সিকদার বলেন, দুপুর ২টার দিকে স্থানীয়রা নদীর পাড়ে নিহতের কাপড় দেখতে পায়। পরে তিনি ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খালের পাশের ধানক্ষেতে নারীর মরদেহ দেখতে পান। কাছেই তার স্বামী জহিরুলকেও পাওয়া যায়। জিজ্ঞেস করলে জহিরুল নিজেই স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। এরপর স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দেন।

চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে স্বামীর সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। তাকে আটক করা হয়েছে। তদন্তের পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সর্বশেষ সংবাদ