ভূমিকম্পে পুরান ঢাকায় বিল্ডিংয়ের রেলিং ভেঙে মেডিকেল শিক্ষার্থীসহ নিহত ৩

পাঁচ তলা ভবনের অংশ ধসে তিন পথচারী নিহত
পাঁচ তলা ভবনের অংশ ধসে তিন পথচারী নিহত  © সংগৃহীত

রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকায় ভূমিকম্পের সময় একটি পাঁচ তলা ভবনের অংশ ধসে তিন পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছেন বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে বংশালের কসাইটুলিতে এ ঘটনা ঘটে। নিহতের একজন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের বায়ান্ন ব্যাচের একজন শিক্ষার্থী রাফিউল ইসলাম বলে জানা গেছে। এছাড়াও বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানান, ভূমিকম্পের সময় হঠাৎ করে ৫ তলা বিল্ডিংয়ের রেলিং ধ্বসে পড়ে তিনজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন। নিহতরা সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উপস্থিত হয়েছেন।

বংশাল থানার ডিউটি অফিসার আশীষ কুমার ঘোষ বলেন, ভূমিকম্পের সময় ভবনের রেলিং ধ্বসে পড়ায় তিন পথচারী নিহত হয়েছেন। ঘটনাস্থলে আমাদের সদস্যরা উপস্থিত আছেন। নিহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের নামপরিচয় এখনো জানতে পারিনি।

এর আগে, শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ থেকে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে সারাদেশের জনমনে আতঙ্ক তৈরি দেখা দিয়েছে। এ সময় রাজধানীর বিভিন্ন বাসা থেকে সাধারণ মানুষকে রাস্তায় বের হতে দেখা গেছে।

এদিকে আইএসপিআর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) ভূমিকম্প অনুভূত হয়েছে।  বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী সকাল ১০ টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৭। এর উৎপত্তিস্থল  ছিল নরসিংদীর মাধবদী এবং ঢাকার আগারগাঁও এর আবহাওয়া অধিদপ্তরের সিসমিক সেন্টার হতে ১৩ কিলোমিটার পূর্বে। এর লোকেশন ছিল Lat.: 23.77°N, Long.: 90.51°E (Madhabdi, Dhaka)।


সর্বশেষ সংবাদ