২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৯ বিদেশির দেশত্যাগে নিষেধাজ্ঞা

চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত
চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত  © সংগৃহীত

পুঁজিবাজারে কোম্পানিকে তালিকাভুক্ত করতে ভুয়া কাগজ দাখিলের মাধ্যমে ২৭৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিদেশি ৯ নাগরিকসহ ১০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। নিষেধাজ্ঞা পাওয়া এক বাংলাদেশি নাগরিক হলেন ফার গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুক।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিষেধাজ্ঞা পাওয়া বিদেশিরা হলেন- সুং ওয়েন লি অ্যাঞ্জেলা, সুং জাই মিন, শিয়াও লিউ ই চি, চুক কোয়ান, শেয়াও ইয়েন শিন, সুং চুং ইয়াও, হ্যাং সিউ লাই, শিয়াও হাই হে এবং সুং ওয়ে মিন।

দুদকের আবেদনে বলা হয়, ফার গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদের ফারুক বিদেশি কোম্পানি রিং শাইন টেক্সটাইল-ডিইপিজেড এর ওয়াকিং ক্যাপিটাল না থাকা সত্ত্বেও কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার জন্য ভুয়া শেয়ার হোল্ডার ও সকল ধরণের কাগজপত্র জাল করে শেয়ার বাজারের আইপিওতে অন্তর্ভুক্ত করে ২৭৫ কোটি টাকার সংঘবদ্ধ আর্থিক জালিয়াতি ও অর্থ আত্মসাৎ করেছেন।

এতে আরও বলা হয়, আবদুল কাদের ফারুক ওই কোম্পানির সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেন জালিয়াতির মাধ্যমে অর্জিত অর্থের ৪০-৬০ শতাংশ গ্রহণ করার বিনিময়ে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা জানান, অভিযোগটি দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে অনুসন্ধানাধীন রয়েছে। এদিন অনুসন্ধানকারীর আবেদনের প্রেক্ষিতে আদালত আব্দুল কাদের ফারুকসহ ওই কোম্পানির বিদেশি চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও পরিচালকসহ মোট ১০ জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেন।


সর্বশেষ সংবাদ