অবৈধ অস্ত্রের অনুপ্রবেশ ঠেকাতে তথ্য সহায়তা চাইল বিজিবি

বর্ডার গার্ড বাংলাদেশ
বর্ডার গার্ড বাংলাদেশ  © সংগৃহীত

দেশের সীমান্তপথে অবৈধ অস্ত্রের প্রবেশ রোধে সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সম্প্রতি সীমান্ত এলাকা ব্যবহার করে একটি অসাধুচক্র দেশের অভ্যন্তরে আগ্নেয়াস্ত্র অনুপ্রবেশ করানোর অপচেষ্টা চালাচ্ছে বলে জানায় বাহিনীটি। এই পরিস্থিতিতে বিজিবি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান জোরদার করেছে এবং সাধারণ মানুষের সহায়তা চেয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সীমান্ত দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। ইতিমধ্যে গত তিন মাসে বিজিবির বিভিন্ন অভিযানে উদ্ধার করা হয়েছে ১৬টি দেশি-বিদেশি পিস্তল, ২টি রিভলভার, ২টি সাবমেশিনগান (এসএমজি), ৫টি রাইফেল, ১৬টি দেশীয় বন্দুক, ৩টি শটগান, ৩টি মর্টার শেল, ৮টি হ্যান্ড গ্রেনেড, ২৭টি অন্যান্য আগ্নেয়াস্ত্র, ২১টি ম্যাগাজিন এবং ১ হাজার ৩টি গুলি।

তিনি বলেন, এ ধরনের অস্ত্রচক্র শুধু সীমান্ত এলাকার নয়, দেশের অভ্যন্তরেও বড় ধরনের নিরাপত্তা হুমকি সৃষ্টি করতে পারে। সেজন্য বিজিবি মাঠ পর্যায়ে গোয়েন্দা নজরদারি ও অপারেশনাল তৎপরতা আরও বাড়িয়েছে।

বিজিবি আশাবাদ ব্যক্ত করেছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং সমাজকে নিরাপদ রাখতে সাধারণ মানুষও তাদের পাশে দাঁড়াবে। তিনি বলেন, কেউ যদি কোথাও সন্দেহভাজন ব্যক্তি বা অস্ত্র পাচার সংক্রান্ত তথ্য পান, তাহলে তাৎক্ষণিকভাবে বিজিবির টোল ফ্রি নম্বর ০১৭৬৯৬০০৫৫৫-এ যোগাযোগ করে জানাতে পারবেন। তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করেছে বিজিবি।


সর্বশেষ সংবাদ