রাজশাহীতে স্কুলছাত্রীকে অপহরণের মূলহোতা গ্রেফতার

স্কুলছাত্রীকে অপহরণের মূলহোতা রাব্বী মণ্ডল
স্কুলছাত্রীকে অপহরণের মূলহোতা রাব্বী মণ্ডল  © সংগৃহীত

রাজশাহী চারঘাট উপজেলার ইউসুফপুর সিপাহীপাড়া এলাকা থেকে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের মূলহোতা রাব্বী মণ্ডলকে (১৮) গ্রেফতার করেছে র‍্যাব-৫। একই অভিযানে অপহৃত স্কুল ছাত্রীকেও উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপহৃত নবম শ্রেণির স্কুলছাত্রীটি নাজিরগঞ্জ সাহিদা জালিল গার্লস স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী। অভিযুক্ত রাব্বী মণ্ডল, পাবনা সুজানগর থানার বাসিন্দা, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে বিয়ের প্রলোভন ও নানা ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিল। বিষয়টি ছাত্রীর পরিবার রাব্বীর পরিবারকে জানালে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।

গত (১৪ জুলাই) তারিখে সকাল আনুমানিক ১০টায় রাব্বী তার সহযোগীদের নিয়ে ওই স্কুল শিক্ষার্থীকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে অপহরণ করে। এ ঘটনায় অপহৃত স্কুল ছাত্রীর মা পাবনার সুজানগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

মামলার পর থেকেই র‍্যাবসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা আসামীদের গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধারের জন্য নজরদারি বাড়ায়। অবশেষে, গতকাল (১০ আগস্ট) ভোর সোয়া ৫টায় র‍্যাব-৫ ইউসুফপুর সিপাহীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মূল অপহরণকারী রাব্বীকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করেন।

গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত স্কুল ছাত্রীকে পরবর্তীতে সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫।


সর্বশেষ সংবাদ