মুক্তিপণ পাঠাতে বিকাশ নম্বর দেয় অপহরণকারীরা, সেই সূত্রেই উদ্ধার তিন ছাত্র

১৮ জুলাই ২০২৫, ১০:৫৭ AM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০১:১৮ PM
আটক মো. রিয়াদ (১৯)

আটক মো. রিয়াদ (১৯) © সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার একটি কওমি মাদ্রাসা থেকে পালিয়ে কক্সবাজার ঘুরতে যাওয়া তিন ছাত্র পড়ে অপহরণকারীদের ফাঁদে। অটোরিকশাচালকের সহায়তায় একটি প্রতারকচক্র তাদের অপহরণ করে নিয়ে যায়। এরপর পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে তারা মাদ্রাসা থেকে কাউকে না জানিয়ে বের হয়ে রাতে কক্সবাজারে পৌঁছায়। সেদিন রাতেই কলাতলীতে অপহরণকারীদের কবলে পড়ে তিনজনই। এরপর নির্জন পাহাড়ি স্থানে আটকে রেখে পরিবারের কাছ থেকে প্রথমে ১০ লাখ করে মোট ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

পরদিন বুধবার (১৬ জুলাই) রাত ৮টার দিকে র‍্যাব-১৫ কক্সবাজার মেডিকেল কলেজের পেছনের একটি পাহাড়ি এলাকা থেকে তাদের হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। এ সময় মো. রিয়াদ (১৯) নামের একজন অপহরণকারীকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তিনি কক্সবাজার সদরের দক্ষিণ জানারঘোনা এলাকার মৃত নবী হোসেনের ছেলে।

উদ্ধার হওয়া তিন শিক্ষার্থী হলেন— সাইদুল ইসলাম জিহাদ (১৬), ওবাদুল ইসলাম মুন্না (১৫) ও মিজবাহ উদ্দিন (১৪)। তারা কর্ণফুলীর শাহমীরপুর এলাকার তাজবীদুল উলুম কোরআন মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। মিজবাহের বাড়ি বড়উঠান এলাকায়, অন্য দুইজনের একজনের বাড়ি চরলক্ষ্যা বোর্ড বাজারে এবং আরেকজন পটিয়ায়।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, উদ্ধার অভিযান পরিচালনা করে তিন শিক্ষার্থীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। অপহরণের ঘটনায় জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

অপহরণকারীরা শুরুতে মুক্তিপণের জন্য মোটা অঙ্ক দাবি করলেও পরে দরকষাকষির মাধ্যমে তা ৫০ হাজার টাকায় নামিয়ে আনে বলে জানা গেছে। বিষয়টি জানাজানির পর মিজবাহ উদ্দিনের মা হামিদা ইয়াছমিন কর্ণফুলী থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর ৮০৯) করেন। পাশাপাশি র‍্যাবের কাছেও লিখিত অভিযোগ দেন স্বজনরা।

কর্ণফুলী থানার এসআই মিজানুর রহমান বলেন, ‘মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে জানা যায় ছাত্ররা কক্সবাজারে রয়েছে। অপহরণকারীদের সঙ্গে যোগাযোগের সময় একটি বিকাশ নম্বর চেয়ে তাদের অবস্থান শনাক্ত করা হয় এবং দ্রুত র‍্যাবকে অবহিত করা হয়।’

উদ্ধারকৃত শিক্ষার্থীদের এবং গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

মাদারীপুরে বাস ও ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭
  • ১৯ জানুয়ারি ২০২৬
শহীদ জিয়া: ক্ষণজন্মা মহাপুরুষ, আদর্শের রূপকার
  • ১৯ জানুয়ারি ২০২৬
এগিয়ে আনা হলো বিপিএল ফাইনাল
  • ১৯ জানুয়ারি ২০২৬
রাকসু জিএস আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধন করবে ছ…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ
  • ১৯ জানুয়ারি ২০২৬
ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9