স্ত্রীকে তালাবদ্ধ করে পুড়িয়ে হত্যা, স্বামী পলাতক

স্ত্রীকে তালাবদ্ধ করে পুড়িয়ে হত্যা
স্ত্রীকে তালাবদ্ধ করে পুড়িয়ে হত্যা  © সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে ঘর তালাবদ্ধ করে আগুন দিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের ইদ্রবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মারুফা আক্তার (৪৫) স্থানীয় মোশাররফ স্পিনিং মিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তিনি একই গ্রামের ওষুধ ব্যবসায়ী মিজানুর রহমানের (৪৫) স্ত্রী। মিজানুর স্থানীয় সুলতান মিয়ার ছেলে।

নিহতের স্বজনরা জানান, রাত আড়াইটার দিকে আশপাশের লোকজন ‘আগুন, আগুন’ বলে চিৎকার শুরু করেন। তারা গিয়ে দেখেন, মিজানুরের বাড়ির মূল ফটক তালাবদ্ধ। পরে তালা ভেঙে সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। ততক্ষণে মারুফা পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

নিহতের ছোট ভাই মোহাম্মদ আবু তাহের বলেন, ‘বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। গত ১৫ দিন ধরে বোনকে ঘর থেকে বের হতে দিচ্ছিল না তার স্বামী। সেদিন রাতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে বোনকে পুড়িয়ে ফেলেন তিনি। আশপাশের শতাধিক মানুষ দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু ততক্ষণে সব শেষ।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বারিক দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ঘর তালাবদ্ধ করে আগুন দেওয়ার অভিযোগে মিজানুর রহমানের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। সিআইডির ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


সর্বশেষ সংবাদ