নব্বইয়ের দশকে ছাত্রদল নেতা বাবলু হত্যার আসামি বদু গ্রেফতার 

ছাত্রদলের সহ-সভাপতি বাবলু হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোসলেম উদ্দিন ওরফে বদু
ছাত্রদলের সহ-সভাপতি বাবলু হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোসলেম উদ্দিন ওরফে বদু  © সংগৃহীত

নব্বইয়ের দশকে তৎকালীন ছাত্রদলের সহ-সভাপতি বাবলু হত্যা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোসলেম উদ্দিন ওরফে বদুকে গ্রেফতার করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসআই অলক কুমারের নেতৃত্বে একটি দল বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে সদর উপজেলার কুয়াদা কামালপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

মোসলেম উদ্দিন ওরফে বদু একই গ্রামের রজব আলী গাজীর ছেলে। দিনি আলোচিত নব্বইয়ের দশকের ‘কুখ্যাত সন্ত্রাসী’ বলে জানিয়েছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলার গ্রেফতারি পরোয়ানা ছাড়াও অস্ত্র মামলায় ১০ বছরের সাজা পরোয়ানা রয়েছে।

আরও পড়ুন: দাঁড়িয়ে থাকা পিকআপভ্যানকে বাসের ধাক্কা, প্রাণ হারাল দুই ভাই

ডিবি পুলিশের এসআই অলক কুমার জানান, ১৯৯৬ সালে যশোর সিটি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি বাবলু হত্যা মামলার অন্যতম আসামি মোসলেম উদ্দিন ওরফে বদু। ওই হত্যাকাণ্ডের পর তিনি দীর্ঘ ২৮ বছর ধরে ভারত ও মালয়েশিয়ায় পলাতক ছিল। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!