রাজশাহী-৫ আসনের ধানের শীষের প্রার্থীকে শোকজ

১৯ জানুয়ারি ২০২৬, ১০:৩০ AM
অধ্যাপক নজরুল ইসলাম

অধ্যাপক নজরুল ইসলাম © সংগৃহীত

রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে।

নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির নির্দেশে রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় তিনি সশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শানোর নোটিশের জবাব দেন।

এর আগে গত ১৩ জানুয়ারি স্থানীয় ভোটার মো. জাফর ইকবাল সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রার্থীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিধি ভেঙে শতাধিক কর্মী-সমর্থক নিয়ে পুঠিয়া বাজারে বিশাল মিছিল ও শোডাউন করেন এই প্রার্থী। এছাড়া নির্বাচনী এলাকার বিভিন্ন জায়গায় এখনো নিয়মবহির্ভূতভাবে ধানের শীষের পোস্টার ও প্রতীক টাঙানো রয়েছে বলে অভিযোগপত্রে জানানো হয়।

অভিযোগে আরও বলা হয়েছে, বেগম খালেদা জিয়ার মিলাদ মাহফিলের নামে ধানের শীষ প্রতীকে ভোট চাওয়া হচ্ছে এবং সাবেক এক ছাত্রদল নেতার মাধ্যমে এলাকায় রঙিন লিফলেট বিতরণ করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্রমাগত ভোট প্রার্থনার পাশাপাশি প্রার্থীর নিজস্ব আইডি থেকে ‘ফ্যামিলি কার্ড’-এর নামে মানুষকে প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগও আনা হয়েছে। অভিযোগকারী জাফর ইকবাল তার আবেদনের সপক্ষে বেশ কিছু ফেসবুক ভিডিও লিংক ও ছবি প্রমাণ হিসেবে দাখিল করেছেন।

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই আচরণবিধি লঙ্ঘনের প্রতিকার চেয়েছেন অভিযোগকারী জাফর ইকবাল। তিনি আশা প্রকাশ করেন যে, স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান জানান, নির্বাচনী তদন্ত কমিটির বিজ্ঞ বিচারকের পাঠানো চিঠির প্রেক্ষিতে আজ শুনানি অনুষ্ঠিত হয়েছে। তবে শুনানির পরবর্তী সিদ্ধান্ত বা জরিমানার বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি। তিনি আরও জানান, এর আগে প্রতীক টাঙানোর বিষয়ে একবার আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছিল।

ইস্টার্ন ইউনিভার্সিটি ও ইউনাইটেড হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স…
  • ২০ জানুয়ারি ২০২৬
চাকরিতে পুনর্বহালকৃত ৯৮৮ কর্মকর্তা ও কর্মচারীর বকেয়া বেতন-ভ…
  • ২০ জানুয়ারি ২০২৬
আরও ৩ আসনে প্রার্থী ঘোষণা এনসিপির
  • ২০ জানুয়ারি ২০২৬
ওকস-খালেদের আগুনঝরা বোলিংয়ে লন্ডভন্ড রংপুর
  • ২০ জানুয়ারি ২০২৬
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম এখন ‘নারী ও শিশু মন্ত্রণ…
  • ২০ জানুয়ারি ২০২৬
শিক্ষার লক্ষ্য শুধু বই আর পরীক্ষা নয়, মেধার বহুমাত্রিক গুণা…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9