তৌহিদুল বিশ্বাস © সংগৃহীত
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এক ইউপি সদস্য ও ওয়ার্ড যুবলীগের সভাপতি কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় উপজেলার বর্ণি ইউনিয়নের বর্নি বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঐদিন বিকালেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে।
এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী।
গ্রেফতার তৌহিদুল বিশ্বাস বর্নি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও একই ওয়ার্ড যুবলীগের সভাপতি।
ওসি আইয়ুব আলী বলেন, ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজারে মশাল মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তদন্তে ইউপি সদস্য ও যুবলীগ নেতা তৌহিদুলের সংশ্লিষ্ট থাকায় রবিবার দুপুরে তাকে গ্রেফতার করা হয়। একইদিন বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।
টুঙ্গিপাড়া থানা সূত্রে জানা যায়, গত ১৭ ফেব্রুয়ারী ধানমন্ডি ৩২ নম্বর বাড়ি ভাংচুর ও শেখ হাসিনাসহ নেতাকর্মীদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে ডাকা হরতালের সমর্থনে ডুমুরিয়া ইউনিয়নের পাকুরতিয়া বাজার মশাল মিছিল বের করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরদিন এঘটনায় টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন এসআই মোসলেম আলী। এতে ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০-২০০ জনকে আসামি করা হয়।