নৌবাহিনীর অভিযানে আটক তিন ব্যক্তি © সংগৃহীত
বাগেরহাটের মোংলায় মাদকের আখড়ায় অভিযান চালিয়ে ইয়াবা, গাঁজা, মদসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। রবিবার (১৮ জানুয়ারি) রাত ৯টার দিকে মোংলা পৌর শহরের মাদ্রাসা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে বেশ কয়েকজন মাদকসেবী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ওই মাদকের আখড়ার বিভিন্ন কক্ষে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা, মদ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. সজল হোসেন সুজন (২৮), মো. নজরুল ইসলাম (৪৮) ও মো. রায়হান (২৬)। তারা সবাই মোংলা পৌর শহরের মাদ্রাসা রোড এলাকার বাসিন্দা।
নৌবাহিনীর মোংলা কন্টিনজেন্টের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. ইকবাল হোসেন বলেন, আটক মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদকদ্রব্যসহ অন্যান্য আলামত থানা পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সন্ত্রাসী কার্যকলাপ, মাদক ব্যবসাসহ সব ধরনের বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনী সর্বদা তৎপর থাকবে।