ভুক্তভোগী যুবক © টিডিসি ফটো
রাজবাড়ীর পাংশায় হাসেম মোল্লা (৩২) নামের এক যুবককে পিটিয়ে মোবাইল ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। রবিবার (১৮ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার চরঝিকরী মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাসেম মোল্লা ওই এলাকার দিরাজ মোল্লার ছেলে। এ ঘটনায় হাসেম মোল্লা পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসাধীন আহত হাসেম মোল্লা বলেন, 'বাড়ির পাশে একটি মেহেগুনি বাগানে বসে মোবাইল ফোনে গান শুনছিলেন। এমন সময় স্থানীয় জাহিদ খান এসে আমাকে মারপিট করে আমার মোবাইলটি ছিনিয়ে নিয়ে যায়। এ সময় জাহিদের সাথে আরও একজন ছিল আমি তাকে চিনি না। এ বিষয়ে তিনি আইনী ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
ভুক্তভোগী জাহিদের বাবা দিরাজ মোল্লা বলেন, 'আমার ছেলের একটু মাথায় সমস্য আছে। প্রতিদিনের ন্যায় ছেলেকে নিয়ে বাড়ির পাশের জমিতে কাজ করতে যাই। এসময় ছেলেকে একটি বাগানে বসিয়ে রেখে পাশের জমিতে কাজ করছিলাম। পরে খবর পাই জাহিদসহ আরও একজন আমার ছেলেকে মেরে মোবাইলটি কেরে নিয়ে গেছে। আমি এর বিচার চাই।'
অভিযুক্ত জাহিদ খান হাবাসপুর ইউনিয়নের চরঝিকরী ঢালাপাড়া এলাকা শাহাদৎ খানের ছেলে। এ বিষয়ে মুঠোফোনে অভিযুক্ত জাহিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আপনি রং নম্বরে ফোন দিয়েছেন।
এ ব্যাপারে পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, বিষয়টি আমি অবগত না । তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।