সাগর শেখ © সংগৃহীত
রাজবাড়ীর কালুখালী উপজেলায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে গুলি করে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার গভীর রাতে মদাপুর বাজার এলাকায় এ হামলায় গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী সাগর শেখকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাগর শেখ উপজেলার মদাপুর ইউনিয়নের তালুকদারপাড়া গ্ৰামের সাহেব আলীর ছেলে এবং মদাপুর বাজারের মুদিদোকান ও বিকাশ ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা সাগর শেখকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি কপালে লেগে রক্তাক্ত হয় সাগর। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। পরে তাকে রাতেই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। তার অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।
এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে এখনো হামলাকারীদের পরিচয় কিংবা ঘটনার কারণ শনাক্ত করা যায়নি। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।
সাগরের মা জুলাখা বেগম বলেন, ‘আমার ছেলে মুদিদোকান ও বিকাশের ব্যবসা করে। রাতে দোকান বন্ধ করে বাড়িতে ফেরার পথে বাড়ি থেকে ২০০ গজ দূরে তাকে গুলি করে। তার কাছে থাকা বিকাশের আনুমানিক তিন-চার লাখ টাকা নিয়ে গেছে। তবে টাকা রাখা খালি ব্যাগ ফেলে গেছে। রাতে হঠাৎ চিৎকার শুনে আমি এগিয়ে গিয়ে দেখি আমার ছেলে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে।’
সাগরের স্ত্রী চুমকি খাতুন বলেন, ‘আমার স্বামীর সঙ্গে কারও শত্রুতা ছিল না। টাকা নেওয়ার জন্যই তাকে গুলি করেছে। আমরা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ ব্যাপারে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, ঘটনার বিষয় উদঘাটনে পুলিশ কাজ করছে। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।