লাল বৃত্তে নিহত রিপন সাহা © সংগৃহীত
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে জীপ গাড়ির চাপায় করিম ফিলিং স্টেশনের ওয়েলম্যান রিপন সাহা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।শুক্রবার (১৬ জানুয়ারি) ভোর সাড়ে ৪ টার দিকে ঢাকা- খুলনা মহাসড়কের করিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান।
নিহত রিপন সাহা রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সাহাপাড়া গ্রামের পবিত্র সাহার ছেলে।
আহলাদীপুর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, শুক্রবার ভোর সাড়ে ৪ টার দিকে রিপন তার কর্মস্থল ফিলিং স্টেশনের সামনে গাড়িতে তেল দেওয়ার কাজের জন্য নিয়োজিত ছিলো। এসময় হঠাৎ একটি জীপগাড়ি ফিলিং স্টেশনে আসে। এসে তেল নিয়ে টাকা না দিয়েই পালানোর চেষ্টা করলে সে গাড়ির পিছনে দৌড়াতে থাকে এসময় জীপগাড়িটি তাকে চাপা দিলে সড়ক ছিটকে পড়ে ঘটনাস্থলেই রিপন সাহা নিহত হন।
এ বিষয়ে রাজবাড়ী সদর উপজেলার আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর লাশটি উদ্ধার করে প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।