ডিসি মাসুদ
হাজার হাজার শিক্ষার্থী ঢুকে পড়ছে সচিবালয়ে, অ্যাকশনে গেলে হতাহত হতো
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৮:৩৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৫:২০ PM
সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। মঙ্গলবার (২২ জুলাই) বিকাল ৪টার দিকে সচিবালয়ের সামনের সড়কে এ সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনার পর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম সাংবাদিকের মুখোমুখি হয়েছেন তিনি। এসময় সাংবাদিকের জবাবে তিনি বলেছেন, এইচএসসি পরীক্ষা পেছানো সহ বিভিন্ন দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। প্রথমে আমরা তাদের আটকানোর চেষ্টা করি। তখন আমরা কোনো বল প্রয়োগ করিনি যেহেতু তারা শিক্ষার্থী। আমাদের বলেছিল তারা সচিবালয়ের সামনে বসে তাদের দাবি-দাওয়া নিয়ে কথা বলবে। তাদের সাত জনের প্রতিনিধি ও আমরা ভেতরে পাঠিয়েছিলাম।
তিনি আরো বলেন, এক পর্যায়ে তারা এক নম্বর গেইট ভেঙে তারা ভেতরে প্রবেশ করে। তখন হাজার হাজার শিক্ষার্থী ঢুকে পড়ছিল সচিবালয়ে। আমরা যদি অ্যাকশনে যেতাম তাহলে অনেক হতাহত হতে পারতো। তখন আমরা হাডলাইনে যাইনি। কিন্তু ভেতরে ঢুকে যখন গাড়ি ভাঙচুর শুরু করে এবং আমাদের পুলিশ সদস্যদের মারধর করে এটা দেখার পরে আমরা অ্যাকশনে যাই।
আহত শিক্ষার্থীরা জানান, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা আজ সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিল। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনীরা তাদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে তারা আহত হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, সচিবালয়ের সামনে থেকে প্রায় ৪০ জন আহত হয়ে হাসপাতালে এসেছে। তাদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।