শিশুসহ ৯ জনকে পুশইন করল বিএসএফ

দুই শিশুসহ ৯ জনকে পুশইন করেছে বিএসএফ
দুই শিশুসহ ৯ জনকে পুশইন করেছে বিএসএফ  © টিডিসি ফটো

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে দুই শিশুসহ ৯ জনকে পুশইন করেছে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (১২ জুন) রাতে মুন্সিপাড়া বিওপি কড়ইগড়া সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়।

বিজিবি সূত্র জানায়, তাদের মধ্যে আটজনের বাড়ি বাগেরহাট এবং একজনের ময়মনসিংহের ধোবাউড়ায়। তারা সবাই গত আট বছর ধরে ভারতের চেন্নাইয়ের বিভিন্ন স্থানে কাজ করতেন। চেন্নাই পুলিশের ধাওয়া খেয়ে তারা দালালের মাধ্যমে বাংলাদেশে আসার চেষ্টা করছিলেন। 

আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ১৫ শতাংশ আয়কর আদায়ের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

বৃহস্পতিবার সকালে সীমান্ত এলাকায় ভারতের মেঘালয়ের শিবগঞ্জ পুলিশ তাদের আটক করে। পরে রাতে কড়ইগড়া সীমান্ত দিয়ে পুশইন করা হয়। খবর পেয়ে বিজিবির সদস্যরা তাদের আটক করেন।

নেত্রকোনা ৩১ ব্যাটালিয়নের সিইও কামরুজ্জামান জানান, স্থানীয় একটি মাদ্রাসায় তাদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ সংবাদ