তিন সীমান্ত দিয়ে একদিনেই ১৭২ বাংলাদেশিকে পুশইন করল বিএসএফ

পুশইন করা বাংলাদেশিরা
পুশইন করা বাংলাদেশিরা  © সংগৃহীত

ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের তিনটি সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ একদিনেই ১৭২ জন বাংলাদেশিকে পুশইন করেছে। রবিবার মৌলভীবাজার, সিলেট ও মেহেরপুর সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে পাঠানো হয়। বিজিবি ও স্থানীয় প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে।

বড়লেখায় সর্বোচ্চ ১২১ জন পুশইন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বিভিন্ন সীমান্তপথ দিয়ে ভোররাতে ১২১ জনকে ঠেলে পাঠায় বিএসএফ। বিজিবি ৫২ ব্যাটালিয়নের লাতু বিওপি ক্যাম্প ৭৯ জন ও পাল্লাথল বিওপি ৪২ জনকে আটক করে। তাদের সবাই বাংলাদেশি নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। আটক ব্যক্তিদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

বিয়ানীবাজারে ৩২ জন অনুপ্রবেশকারী আটক
সিলেটের বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া সীমান্তের বড়গ্রাম এলাকা দিয়ে ৯ জন পুরুষ, ১১ জন নারী ও ১২ শিশুসহ মোট ৩২ জনকে পুশইন করে বিএসএফ। তারা সবাই কুড়িগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা এবং ভারতের রাজস্থানে ইটভাটায় শ্রমিক হিসেবে কাজ করতেন। আটককৃতদের দাবি, কয়েক সপ্তাহ আগে তাদের আটক করে হেলিকপ্টারে গৌহাটি নিয়ে যাওয়া হয়, সেখানে সব কিছু ছিনিয়ে নিয়ে অমানবিক আচরণ করা হয়। পরে শূন্যরেখার পাশে ছেড়ে দিয়ে পালিয়ে যায় বিএসএফ।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান জানান, সবাই বাংলাদেশি এবং তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে থানায় হস্তান্তর করা হয়েছে।

মেহেরপুর সীমান্ত দিয়ে পুশইন ১৯ জন
একইদিন ভোররাতে মেহেরপুর জেলার মুজিবনগরের সোনাপুর মাঝেরপাড়া সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ আরও ১৯ জনকে ঠেলে দেয় বিএসএফ। পরে কেদারগঞ্জ বাজারে অবস্থানরত অবস্থায় পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। আটককৃতদের মধ্যে রয়েছে কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার বেশ কয়েকটি পরিবারের সদস্য।

বিজিবি ও পুলিশ জানিয়েছে, আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই চলছে এবং সংশ্লিষ্ট থানাগুলোতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ