ভারতের ঠেলে পাঠানো ১২ জন ফিরল পরিবারে, ২৭ জনের ‘ঠিকানা’ মেলেনি 

ভারতের ঠেলে পাঠানো ব্যক্তিদের মধ্যে কয়েকজন
ভারতের ঠেলে পাঠানো ব্যক্তিদের মধ্যে কয়েকজন  © টিডিসি ফটো

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় পুশ ইন ঘটনায় ১২ বাংলাদেশিকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করেছে স্থানীয় প্রশাসন। তবে একই জেলার ফুলগাজী উপজেলায় বিএসএফ কর্তৃক পুশ ইন হওয়া ২৭ জনকে এখনো হস্তান্তর করা যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না থাকায় এ বিষয়ে এখনো কোনো সমাধানে পৌঁছানো সম্ভব হয়নি।

এদিকে রোববার (২৫ মে) বিকেলে ছাগলনাইয়া সীমান্তে পুশ ইন হওয়া ১২ বাংলাদেশি নাগরিক কুড়িগ্রাম থেকে আসা তাদের স্বজন মধন চন্দ্র সেন অনুকুলের মাধ্যমে বাড়ি ফেরেন। এর আগে গত বৃহস্পতিবার (২২ মে) ভারতের শনিপথ জেলা থেকে বিএসএফ ১২ জনকে পুশ ইন করে। বিজিবি তাদের আটক করে থানায় হস্তান্তর করে।

ছাগলনাইয়ার ইউএনও সুবল চাকমা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, পুশ ইনের পর থেকে তাদের পুলিশ হেফাজতে রাখা হয়। কুড়িগ্রামে দায়িত্বরত সরকারি কর্মকর্তা ও পুলিশ ১২ জনের পরিচয় নিশ্চিত করেছে। পরবর্তীতে তাদের স্বজনের উপস্থিতিতে  কুড়িগ্রাম পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

ফুলগাজী উপজেলায় বিএসএফ কর্তৃক পুশ ইন করা ২৭ জন বাংলাদেশির বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তারা গত চারদিন ধরে উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে অবস্থান করছেন।

জানা গেছে, ভারতের নিপেননগর বিএসএফ গত বৃহস্পতিবার (২২ মে) ভোর রাতে ফুলগাজী উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম সীমান্তে গাবতলা এলাকা দিয়ে ৭ জন, নোয়াপুর সীমান্তে ৮ জন ও উপজেলার পূর্ব সীমান্তে খাজুরিয়া এলাকা দিয়ে ১২ জনকে পুশ ইন করে। সেখানে ৪-বিজিবি ও ১০-বিজিবির আওতাধীন টহল দলের সদস্যরা তাদের আটক করে। পরবর্তীতে ২৭ জনকে উপজেলা প্রশাসনের নিকট হস্তান্তর করে। 

আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় প্রতিবেদন জমা দিল তদন্ত কমিটি

জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তিরা জানান, কোনো ধরনের কাগজপত্র ছাড়া ২০১৫ সালের ফেব্রুয়ারিতে স্থানীয় দালালদের মাধ্যমে তারা ভারতে যান। ভারতের হরিয়ানা রাজ্যে খরগোদায় ইটভাটার শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন তারা। সেখানে বেতন চাওয়া হলে বাংলাদেশে পাঠানোর হুমকি দেওয়া হতো। আটকদের মধ্যে ৮ থেকে ১০ বছর বয়সী অন্তত ১০ জন শিশু ভারতে জন্মগ্রহণ করেছে।

ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আটক ২৭ জন বর্তমানে ফুলগাজী পাইলট উচ্চ বিদ্যালয়ে অবস্থান করছেন। তাদের মধ্যে দুইজন গাইবান্ধা ও অন্যরা কুড়িগ্রাম জেলার বাসিন্দা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহরিয়া ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, আটক ২৭ জন ফুলগাজী উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে। গত চারদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে খাবরের ব্যবস্থা করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ সংবাদ