উইলিয়ামসনের পেশাদারিত্বে মুগ্ধ রাজশাহীর কোচ হান্নান

২২ জানুয়ারি ২০২৬, ১১:৪৮ AM
 কেন উইলিয়ামসন

কেন উইলিয়ামসন © টিডিসি ফটো

রাজশাহী ওয়ারিয়র্সে যোগ দিয়েই নিজের পেশাদারিত্ব ও সময়ানুবর্তিতার ছাপ ফেলেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। মাঠের বাইরে ড্রেসিংরুমেও তার আচরণ ও ছোট ছোট নির্দেশনা দলের তরুণ খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণা ও শেখার বড় উৎস হয়ে উঠছে বলে দাবি কোচ হান্নান সরকার।

বুধবার (২১ জানুয়ারি) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে 'উইলিয়ামসন একজন পেশাদার খেলোয়াড়… নিউজিল্যান্ডের খেলোয়াড়দের আমরা সবসময় প্রশংসা করি তাদের ক্যারেক্টারের জন্য। খুব বিনয়ী ও স্মার্ট হয়।'

উইলিয়ামসনের সময়নিষ্ঠতা, দায়বদ্ধতা এবং দলের প্রতি দায়বদ্ধ আচরণকে উদাহরণ হিসেবেই তুলে ধরেছেন হান্নান। তার ভাষ্যমতে, 'কেন উইলিয়ামসন সকাল সাড়ে ৯টায় হোটেলে পৌঁছেছে। তখন টিম মিটিং ছিল, সেটাতেও যোগ দিয়েছে। এরপর রুমে গেছে বিশ্রাম নিতে। এ কারণেই কথাটা বললাম, খুবই পেশাদার একজন খেলোয়াড়।'

হান্নান বলেন, 'আজকে সকালেই সে টিম মিটিংয়ে উপস্থিত হয়েছে, বিশ্রাম নিয়েছে, মাঠে এসেছে। সেভাবে তার সাথে সময় পায়নি দলের অন্যরা। মজার কথা আজ বলছিলাম, ফারহান আর তামিম যখন ব্যাটিংয়ে নামলো, জিসান এসে উইলিয়ামসনের পাশেই বসেছে। শান্ত বলল, কী রে, তার পাশে বসলি, কী জিজ্ঞেস করলি? এ ধরনের মজা হয়।'

উইলিয়ামসনের কাছ থেকে শেখার সুযোগকেও হান্নান সরকার গুরুত্ব দিয়ে তিনি বলেন, 'এ ধরনের কিংবদন্তিদের কাছ থেকে অনেক শেয়ারিং-কেয়ারিংয়ের সুযোগ থাকে। আরও বেশি সময়ের জন্য পেলে ভালো হতো, অনুশীলনে তার সাথে বেশি আলোচনা করার সুযোগ পেত। এরপরও টিম মিটিংয়ে দুটো কথা বলেছে। নিশামও কথা বলে। প্রতিটি কথা খেলোয়াড়দের জন্য মোটিভেশনাল স্পিচ। খেলোয়াড়রা সেখান থেকে অনেক কিছু শিখছে। আলাদাভাবে কথা বলার তেমন সুযোগ পাচ্ছে না, তবে ড্রেসিংরুমে শেখার সুযোগ পাচ্ছে।'

১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম
  • ২২ জানুয়ারি ২০২৬
বহিষ্কার দুই নেতাকে দলে ফেরাল বিএনপি, পদ হারালেন আরেকজন
  • ২২ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে প্রথম বর্ষে ভর্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রশাসনের অনুমতি না পেয়ে গেটে শেখ মুজিবের সমাধিসৌধ জিয়ারত,…
  • ২২ জানুয়ারি ২০২৬
৩০০ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করল ইসি, কোন দলের কত?
  • ২২ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতাকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ কর্মীর বাড়িতে অগ্নিস…
  • ২২ জানুয়ারি ২০২৬