আমিনুল ইসলাম বুলবুল © সংগৃহীত
আইসিসির সঙ্গে জরুরি সভা শেষে বেরিয়ে আসার সময় আমিনুল ইসলাম বুলবুলের চোখেমুখে স্পষ্টই হতাশার ছাপ ধরা পড়েছিল। বিসিবি সভাপতির মুখে চেনা হাসিটাই যেন ছিল না।
বুধবার (২১ জানুয়ারি) অনুষ্ঠিত হয় আইসিসির সেই বহুল আলোচিত জরুরি বোর্ড সভা। ভার্চুয়াল বৈঠকে বিসিবি সভাপতিসহ সদস্য দেশগুলোর প্রতিনিধিরা অংশ নেন। সভায় বাংলাদেশ নিজের অবস্থানে অনড় থাকার কথা পুনর্ব্যক্ত করে, নিরাপত্তা উদ্বেগের কারণে ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চায় না তারা। বিকল্প হিসেবে ম্যাচগুলো অন্য ভেন্যুতে আয়োজনের দাবি তোলে বিসিবি।
তবে আইসিসিও সভায় নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে। সংস্থাটি জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী বিশ্বকাপ আয়োজন হবে এবং বাংলাদেশের ম্যাচ খেলতে হবে ভারতেই। অন্যথায়, টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় বিকল্প কোনো দল অন্তর্ভুক্ত করা হবে।
এদিকে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে আইসিসির বোর্ড সভায় নিজের বক্তব্যের বিস্তারিত তুলে ধরেছেন বুলবুল। সেখানে তিনি বিসিবির অবস্থানের পক্ষে যুক্তি দেন এবং ব্যাখ্যা করেন কেন বাংলাদেশ শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী। একই সঙ্গে বর্তমান প্রেক্ষাপটে ভারতকে কেন নিরাপদ মনে করা হচ্ছে না, সে বিষয়গুলোও আইসিসির সামনে কীভাবে উপস্থাপন করা হয়েছে, তা খোলাসা করেন।
‘ভোট শুরুর আগেই আমরা আইসিসি বোর্ডকে আমাদের সিদ্ধান্তের পক্ষে কারণগুলো বিশ্লেষণ করেছি। আমরা ভোটাভুটি চাইনি। আমি আইসিসির পক্ষ থেকে একটা মিরাকল আশা করছি। বিশ্বকাপে খেলতে কে না চায়?‘
বুলবুল যোগ করেন, 'আমরা তাদের (আইসিসি) বলেছিলাম আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করতে। আমরা আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের সঙ্গে গ্রুপ বদলের কথাও বলেছি। এটি হতো সবচেয়ে সহজ উপায়। কিন্তু, শ্রীলঙ্কা জানিয়েছে তারা তাদের গ্রুপে নতুন দল চায় না।’