আসিফ নজরুল © সংগৃহীত
নিরাপত্তা উদ্বেগের কারণ দেখিয়ে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত আগেই আইসিসিকে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বুধবার (২১ জানুয়ারি) আইসিসি স্পষ্ট করে জানায়, বিশ্বকাপে বাংলাদেশকে ভারতেই খেলতে হবে। একইসঙ্গে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য একদিনের সময় দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আমিনুল বলেন, তিনি এখনো ‘মিরাকলের’ আশায় আছেন। তার ভাষ্যমতে, ‘আমরা ভোটাভুটি চাইনি। আমি আইসিসির পক্ষ থেকে একটা মিরাকল আশা করছি। বিশ্বকাপে খেলতে কে না চায়? আমরা তাদের (আইসিসি) বলেছিলাম আমাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তর করতে। আমরা আয়ারল্যান্ড বা জিম্বাবুয়ের সঙ্গে গ্রুপ বদলের কথাও বলেছি। এটি হতো সবচেয়ে সহজ উপায়। কিন্তু, শ্রীলঙ্কা জানিয়েছে তারা তাদের গ্রুপে নতুন দল চায় না।’
এর মধ্যেই আজ (২২ জানুয়ারি) দুপুর ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
জানা গেছে, কোন প্রেক্ষাপটে ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি সরকারের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হবে। পাশাপাশি, ভবিষ্যৎ করণীয় নিয়েও আলোচনা হবে এই বৈঠকে।
মূলত আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর সরকারের নির্দেশেই ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে একাধিক দফায় অনলাইন ও সরাসরি বৈঠকও হয়।
তবে আজ নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশকে ঘিরে আইসিসির বোর্ড সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানায়, তাদের মূল্যায়নে ভারতে বাংলাদেশের ক্রিকেটার, সমর্থক কিংবা সংশ্লিষ্ট কারও নিরাপত্তা ঝুঁকি নেই। দ্য ফিজের ঘটনাকে ‘বিচ্ছিন্ন ও অপ্রাসঙ্গিক’ ঘটনা বলেও উল্লেখ করেছে তারা।
এ কারণে বিশ্বকাপের সূচিতে কোনো পরিবর্তন আনা হবে না বলে জানায় আইসিসি। এক্ষেত্রে বাংলাদেশের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজই আসতে পারে।