চট্টগ্রাম রয়্যালস দল © চট্টগ্রাম রয়্যালস
চলমান বিপিএলে ভক্ত-সমর্থকদের জন্য রীতিমত সুখবর নিয়ে এসেছে চট্টগ্রাম রয়্যালস। দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে সিলেট পর্বেই প্লে-অফ নিশ্চিত করেছে বন্দরনগরীর দলটি। সিলেট পর্ব শেষে ১০ পয়েন্টে টেবিলের দুইয়ে অবস্থান করছে চট্টগ্রাম। তবে প্লে-অফের আগে বড় চ্যালেঞ্জের মুখোমুখি দলটি। চোটের কারণে বিপিএল ছেড়েছেন দলটির নিয়মিত পারফর্মার অ্যাডাম রসিংটন। এ নিয়ে দুশ্চিন্তায় দলটির টিম ম্যানেজমেন্ট।
এ নিয়ে টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন বলেন, "এটি একটি অত্যন্ত বড় ধাক্কা। নিঃসন্দেহে, রসিংটনের ব্যাটিংয়ের ধরন এমন ছিল যে তাকে কেন্দ্র করেই আমাদের বাকি ব্যাটিং লাইন-আপ আবর্তিত হতো। আমার মনে হয়, সে যখন উইকেটে থাকত, তখন নাঈম শেখও স্বাচ্ছন্দ্য বোধ করত। সে এমন একজন খেলোয়াড়। তার অনুপস্থিতি আমাদের জন্য একটি বিশাল প্রতিবন্ধকতা।"
এই চ্যালেঞ্জ মোকাবিলায় তার ভাষ্য, "তবে, আমরা এটি নিয়ে খুব বেশি চিন্তিত নই। কারণ, এই মুহূর্তে আমাদের হাতে অন্য কোনো বিকল্প নেই। আমাদের অবশ্যই একজন প্রতিস্থাপন খেলোয়াড় নিতে হবে। আমরা বেশ কিছু প্রতিস্থাপন খেলোয়াড়ের জন্য চেষ্টা করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত, আইপিএল-এর পর অনেকেই বিশ্রাম নিতে চেয়েছেন।"
প্রতিস্থাপন খেলোয়াড় খোঁজার প্রক্রিয়া সম্পর্কে বাশার জানান, "আমরা ল্যাথামকে চেষ্টা করেছিলাম, ফিল সল্টকেও চেষ্টা করেছি; অর্থাৎ বেশ কিছু বড় মাপের খেলোয়াড়দের সাথে যোগাযোগ করেছিলাম, কিন্তু তারা সবাই এখন এভাইলেবল নেই।"
পাকিস্তানের মোহাম্মদ হারিসকে নিয়ে তিনি বলেন, "এই মুহূর্তে আমরা পাকিস্তানের ওপেনিং ব্যাটসম্যান এবং উইকেটকিপার মোহাম্মদ হারিসের সঙ্গে আলোচনা করছি। তার সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে। আমরা আরও একটি নামের সঙ্গে কথা বলছি। তবে সম্ভবত হারিসই আমাদের সাথে যোগ দেবেন।"
আরও বিদেশি খেলোয়াড় আনার পরিকল্পনায় বাশার জানান, "এরপরও যদি আমরা কোয়ালিফায়ারের পর আরও কিছুটা পথ অতিক্রম করতে পারি, তাহলে হয়তো আমরা এমন কোনো খেলোয়াড়কে আনার চেষ্টা করব যিনি খেলার মোড় ঘুরিয়ে দিতে সক্ষম।"