ব্যাটিংয়ে নাঈম-রসিংটন © সংগৃহীত
ঢাকা ক্যাপিটালসকে হারানোর পর সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষেও একচেটিয়া আধিপত্য দেখাল চট্টগ্রাম রয়্যালস। প্রথমে নিয়ন্ত্রিত বোলিংয়ে স্বাগতিকদের অল্পতেই আটকে দেয় বন্দরনগরীর দলটি, এরপর নাঈম শেখ ও অ্যাডাম রসিংটনের বিধ্বংসী ব্যাটিংয়ে অনায়াসে ৯ উইকেটের জয় তুলে নেয় তারা।
টানা দ্বিতীয় জয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে টপকে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল চট্টগ্রাম। দুই দলেরই পয়েন্ট সমান ৬। তবে নেট রানরেটে বেশ এগিয়ে শেখ মেহেদীর দল।
১২৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় চট্টগ্রাম। ওপেনিং জুটিতে নাঈম ও রসিংটন ১১৫ রান যোগ করেন। নাঈম ৩৭ বলে ৫২ রান করে ফিরলেও একপ্রান্তে দাঁড়িয়ে ৫৩ বলে অপরাজিত ৭৩ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন রসিংটন।
এর আগে ব্যাট হাতে বেশ বাজে শুরু পায় সিলেট। পাওয়ার প্লের আগেই ৫ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে যায় তারা। শেষদিকে আজমতুল্লাহ ওমরজাইয়ের ৪৪ রানের লড়াকু ইনিংসে ভর করে ৭ উইকেটে ১২৬ রান তুলতে সক্ষম হয় স্বাগতিকরা।
চট্টগ্রামের হয়ে মির্জা তাহির বেগ ও মেহেদী হাসান নেন দুটি করে উইকেট।