ফাহিম আশরাফের ফাইফারে একশ ছুঁই পুঁজি চট্টগ্রামের

ফাহিম আশরাফের উইকেট উদযাপন
ফাহিম আশরাফের উইকেট উদযাপন  © সংগৃহীত

রংপুর রাইডার্সের হয়ে প্রথম ম্যাচেই বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন ফাহিম আশরাফ। পাকিস্তানি এই অলরাউন্ডারের ফাইফারে চট্টগ্রাম রয়্যালসকে মাত্র ১০২ রানে গুটিয়ে দেয় রংপুর।

সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ে নেমে শুরুতেই সাফল্য পায় রংপুর। ইনিংসের প্রথম ওভারে নাহিদ রানার গতিময় ডেলিভারিতে আউট হন চট্টগ্রামের বিদেশি ওপেনার অ্যাডাম রসিংটন।

এরপর পাল্টা আক্রমণের চেষ্টা করলেও ২০ বলে ৩৯ রান করে মোস্তাফিজুর রহমানের বলে বোল্ড হয়ে ফেরেন নাঈম শেখ। পরে আলিস আল ইসলামের ঘূর্ণিতে রানের খাতা খোলার আগেই কট বিহাইন্ড হন মাহমুদুল হাসান জয়।

পাওয়ার প্লে শেষে আক্রমণে এসে ম্যাচ পুরোপুরি নিজের হাতে তুলে নেন ফাহিম আশরাফ। সপ্তম ওভারে মাহফিজুল ইসলাম রবিনকে আউট করে উইকেট শিকারের সূচনা করেন তিনি।

১১তম ওভারে একই ওভারে মাসুদ গুরবাজ ও অধিনায়ক শেখ মেহেদি হাসানকে ফিরিয়ে চট্টগ্রামকে বড় চাপে ফেলে দেন পাকিস্তানি এই অলরাউন্ডার। এতে মাত্র ৭৩ রানেই ৬ উইকেট হারায় চট্টগ্রাম।

পরের দিকে নতুন স্পেলে মির্জা তাহির বেগকে ফিরিয়ে দেন দ্য ফিজ। এ ছাড়া তানভির ইসলামকে আউট করেন সুফিয়ান মুকিম। আর ১৮তম ওভারে চার বলের মধ্যে আবু হায়দার রনি ও শরিফুল ইসলামকে আউট করে নিজের ফাইভ-ফর পূর্ণ করেন ফাহিম। তার বিধ্বংসী বোলিংয়ে শেষ পর্যন্ত ১০২ রানেই থামে চট্টগ্রাম রয়্যালসের ইনিংস। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!